কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কাল ও পরশু ধর্নায় (sit in) বসা যাবে (objection) না, এসএসসি (SSC) আন্দোলনকারীদের (agitator) নির্দেশ পুলিশের (police)। সংহতি দিবস (sanhati dibas) ও বাবরিকাণ্ডের (babri mosque demolition) বর্ষপূর্তি উপলক্ষেই এই সতর্কবার্তা প্রশাসনের (administration)। নির্দেশে কড়া নিরাপত্তার কারণ দেখিয়েই গাঁধী মূর্তির পাদদেশে ধর্না স্থগিতের নির্দেশ। ২ দিন ধর্না স্থগিতের সিদ্ধান্ত নিলেন আন্দোলনকারীরা।


কী হল?
গত ৬৩০ দিন ধরে গাঁধীমূর্তির পাদদেশে ধর্না দিচ্ছেন আন্দোলনকারীরা। কিছু ক্ষণ আগেই তাঁদের কাছে ময়দান থানার অফিসার-ইন-চার্জের তরফে একটি ই-মেল আসে। বলা হয়, আগামী ৫ ও ৬ ডিসেম্বর নিরাপত্তাজনিত কড়াকড়ির কারণে এই দুদিন ধর্নায় বসা যাবে না। ই-মেল পাওয়ার পরই বৈঠকে বসেন আন্দোলনকারীরা। সিদ্ধান্ত হয়, সরকার ও প্রশাসনকে সাহায্য করা হবে। আগামিকাল ও পরশু ধর্না স্থগিত থাকবে। অতীতেও ধর্না স্থগিত রাখার নির্দেশ দিয়ে ই-মেল এসেছে আন্দোলনকারীদের কাছে। তবে এবারের কারণ সংহতি দিবস এবং বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি। 


এসএসসি আন্দোলনের প্রেক্ষাপট...
হকের চাকরির দাবিতে আন্দোলনে অনড় SSC চাকরিপ্রার্থীরা। দুর্গাপুজো কেটেছে রাস্তায় বসে। কালীপুজোয় গোটা শহর আলোর উত্‍সবে মাতলেও, অন্ধকারেই কাটিয়েছেন চাকরিপ্রার্থীরা। এমনকি ভাইফোঁটাও পেরিয়ে যায় ধর্না-অবস্থানে। হতাশা-কান্নায় ভেঙে পড়লেও  SLST-র নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের দাবি স্পষ্ট, সমস্যার সমাধান চাই। বস্তুত নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের এই অবস্থান আন্দোলনের জল গড়িয়েছে রাজনীতির আঙিনাতেও।  SSC-কর্তৃপক্ষ থেকে শুরু করে শিক্ষামন্ত্রী। চাকরিপ্রার্থীরা একের পর এক বৈঠক করেছেন। কিন্তু তা সত্ত্বেও তাঁদের নিয়োগের দাবির সুরাহা হয়নি। উল্লেখ্য, ১৮৩ জনের পর নবম-দশমে বেআইনিভাবে চাকরি পাওয়া আরও ৪০ জনের হদিশ মিলল।। সূত্রের খবর, OMR শিটে কারচুপি করেই ৪০ জনকে চাকরির সুপারিশ করেছিল SSC। সোমবার OMR শিট সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেবে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার, নবম-দশমে বেআইনি ভাবে নিয়োগ পাওয়া ১৮৩ জনের নামের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এ বার নবম-দশমে বেআইনিভাবে চাকরি পাওয়া আরও ৪০ জনের হদিশ মিলল। সূত্রের খবর, OMR শিটে কারচুপি করেই ৪০ জনকে চাকরির সুপারিশ করেছিল SSC। সব মিলিয়ে, এই নিয়ে নবম-দশমে ২২৩ জন বেআইনিভাবে চাকরিপ্রাপকের হদিশ মিলল। 


আরও পড়ুন:শ্বাসরোধ করে সন্তানকে 'খুনের' পর আত্মঘাতী বাবা, দেনার দায়েই কি চরম পথ?