আবীর দত্ত ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা:  সরকারি হাসপাতালে দালাল চক্র রুখতে ফের অভিযান চালাল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এনআরএস (NRS Hospital) থেকে তিনজন ও এসএসকেএম (SSKM Hospital) থেকে দুই জন দালালকে গ্রেফতার করল গুন্ডা দমন শাখা। 


রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতার শহরে নানা সরকারি মেডিক্যাল কলেজ (Government Medical College) ও হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বহু রোগী। ওই রোগীদের সঙ্গে আসেন তাঁদের পরিবারের লোকজন। অনেক সময়ই হাসপাতালে বেড বা শয্যা পেতে সময় লাগে ওই রোগীদের। পরিবারের অসুস্থ সদস্য়দের ভর্তি করার জন্য যে কোনও ভাবেই হোক শয্যা পাওয়ার জন্য চেষ্টা করেন তাঁরা। সেই সময়েই তাঁদের অসহায়তার সুযোগ নেয় দালাল চক্র। বেড পাইয়ে দেওয়া বা হাসপাতালে ভর্তি করে দেওয়ার নাম করে প্রতারণার জালে ফাঁসানো হয় রোগীর আত্মীয়দের।  


আর তারই সুযোগ নিয়ে বেড পাইয়ে দেওয়া বা ভর্তি করে দেওয়ার নাম করে জাল বিছিয়েছে দালাল চক্র। বুধবার এমনই দালাল চক্রের পাঁচজনকে দুটি হাসপাতাল থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। প্রথম ঘটনা এন্টালি থানা (Entally Police Station) এলাকার এনআরএস (NRS) হাসপাতাল ও মেডিক্যাল কলেজ। সেখানে এক রোগীকে ভর্তি করে দেওয়ার নাম করে পরিজনের কাছে থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। টাকা নিয়েও ভর্তি করে না দেওয়ায় পুলিশের দ্বারস্থ হয় রোগীর পরিবার। এরপরই অভিযানে নামে গুন্ডা দমন শাখা। হাসপাতাল চত্বর থেকেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন, প্রয়াগ সাহা, পঙ্কজ পাণ্ডে ও পবিত্র মুখোপাধ্যায়। ধৃতদের বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে (Sealdah Court) পেশ করে পুলিশ। কবে থেকে তারা এই চক্র চালাচ্ছে তা জানার চেষ্টা করা হয়েছে। জেরা করা হয়েছে ধৃতদের। ওই চক্রের বাকি সদস্যের খোঁজ চালাচ্ছে পুলিশ। 


দ্বিতীয় অভিযোগ আসে এসএসকেএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজ থেকে। ৩৫ হাজার টাকা নেওয়া হয়েছিল রোগী ভর্তির নাম করে। কিন্তু সেখানেও প্রতারিত হন রোগীর পরিজন। ওই ঘটনায় অভিযোগ পাওয়ার পরে উত্তম দাস ও মনোজ মল্লিক নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। লালবাজার সূত্রে খবর, হাসপাতালে দালাল চক্র রুখতে এই অভিযান টানা চলবে।

আরও পড়ুন: দলীয় সভায় যাওয়ার সময় দিলীপ ঘোষকে 'গো ব্যাক' স্লোগান, কালো পতাকা