কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে হাফিজুল মোল্লার অনুপ্রবেশের পর থেকেই পুলিশি (Police) নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এরপরই একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছে পুলিশে। এবার আরও কড়াকড়ি। কলকাতা পুলিশে (Kolkata Police) ব্যক্তিগত ফোন ব্যবহারে আরও কঠোর নিয়ম জারি করা হল।                                                   

  


কী জানান হয়েছে? 



  • সরকারি ডিউটিতে থাকলে জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার নয়

  • জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার করতে দেখলে কড়া পদক্ষেপ

  • আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কিউআরটি, সেন্ট্রি ডিউটিতে থাকলে ফোন ব্যবহার নয়

  • জরুরি প্রয়োজন, সরকারি কাজ ছাড়া ব্যবহার করা যাবে না ফোন



এদিন মোবাইল ফোন ব্যবহার নিয়ে কড়া নির্দেশ দিয়েছে কলকাতার পুলিশ কমিশনার। প্রসঙ্গত, কিছুদিন আগেই নবান্নে কর্তব্যরত পুলিশ কনস্টেবল এবং সাদা পোশাকের পুলিশকর্মীদের ডিউটির মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। রাজ্যের প্রশাসনিক দফতর নবান্নে মোবাইল নিয়ে আর ঢোকা যাবে না, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছিল।                                                                                


আরও পড়ুন, এবার পশ্চিমবঙ্গের নাম বদল! নয়া নাম নিয়ে কী জানালেন মন্ত্রী?  


এমনকি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকবেন যে রক্ষীরা তাঁরাও মোবাইল ব্যবহার করতে পারবেন না। তাঁর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরাও মোবাইল রাখতে পারবেন না বলে জানান হয়েছিল। যদিও এরপর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে জনৈক ব্যক্তির অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন।