ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : কর্তব্যরত পুলিশ কর্মীদের নিয়ে কড়া পদক্ষেপ লালবাজারের। বাড়ানো হচ্ছে নজরদারি। নির্দেশ দেওয়া হয়েছে, কলকাতা পুলিশের (Kolkata Police) সব কর্মীকে পরে থাকে হবে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড (Radio Frequency Identity Card)। কোনও বিশেষ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে মোতায়েন পুলিশ কর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা জানতে এবার থেকে চলবে নজরদারি।
লালবাজার সূত্রে জানা যাচ্ছে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড বা RFID-র মাধ্যমে তাঁর গতিবিধির ওপর নজর রাখা হবে। আইপিএস, ওসি থেকে শুরু করে ইন্সপেক্টর, কনস্টেবল সবাই থাকবেন নজরদারির আওতায়। আইনশৃঙ্খলার ডিউটি বা কোনও বিশেষ দায়িত্ব থাকলে RFID পরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কর্মীদের।
যে থানা এলাকায় কর্মসূচি চলবে, সেই থানার কোনও অফিসার RFID রিডার নিয়ে ঘটনাস্থলে থাকবেন। সেখানে পৌঁছনোর পর কার্ড পাঞ্চ করে উপস্থিতি নথিভুক্ত করতে হবে। কাজ শেষের পরও একইভাবে RFID রিডারে অ্যাটেনডেন্স রেজিস্টার করতে হবে দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের। এই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি রিডারে পুলিশ কর্মীর সমস্ত তথ্য স্টোর করা থাকবে। এতদিন পর্যন্ত কাগজে কলমে উপস্থিতি নথিভুক্ত করা হত। এবার থেকে তা হবে ভার্চুয়ালি। ইতিমধ্যেই বহু পুলিশ কর্মীর কাছে RFID পাঠানো হয়েছে বলে জানিয়েছে লালবাজার।
আরও পড়ুন- জেলা পরিষদে কোথাও কি ভাল ফল করতে পারবে বিরোধীরা? কী বলছে C-Voter এর সমীক্ষা ?
এদিকে, গ্রাহকদের ঠকাতে ফের নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা। এই প্রতারণার জালে পা দিলে ফাঁকা হবে আপনার অ্যাকাউন্ট। বিপদ এড়াতে আগেভাগেই নিতে হবে কিছু সতর্কতামূলক ব্যবস্থা। সম্প্রতি রাজ্যের এই জালিয়াতিচক্র রুখতে সতর্ক করছে কলকাতা পুলিশের সাইবার সেল। সম্প্রতি রাজ্যে সক্রিয় হয়েছে একটি বড় প্রতারণাচক্র। অনলাইনের এই প্রতারণাচক্রে ফাঁদে পা দিয়েছেন অনেকেই। ইতিমধ্যেই এই জালিয়াতদের খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠগরা যাতে এই নতুন প্রতারণাচক্রের মাধ্যমে আরও গ্রাহকদের না ঠকায়, তাই সতর্ক করেছে কলকাতা পুলিশের সাইবার সেল।