পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ভিন্ রাজ্য থেকে বেড়াতে আসা দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার শহরে (Kolkata News)। কলকাতায় এক বন্ধুর ভাড়ার ফ্ল্যাটে  উদ্ধার হয়েছে তাঁদের দেহ। বুধবার রাতে ফ্ল্যাটের মধ্যে থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন প্রতিবেশীরা। তার পর  পুলিশ এসে, দরজা ভেঙে দেহ দু'টি উদ্ধার করে। ওই যুগল আত্মঘাতীই হয়ে থাকতে পারেন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। কী কারণে এমন ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে (Deadbody Recovered)। 


খিদিরপুরের ফ্ল্যাটে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার


খিদিরপুরের দক্ষিণ বন্দর থানা এলাকার ঘটনা। সোমবার কার্ল মার্ক্স সরণিতে বন্ধুর ওই ভাড়ার ফ্ল্যাটে ওঠেন মৃত যুগল। তাঁদের দীনেশকুমার কালোয়া এবং সঙ্গীতা লাল বলে শনাক্ত করাা গিয়েছে। ওই যুগল রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে। দীনেশের বয়স ২৯ বছর। ১৯ বছর বয়স সঙ্গীতার। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৩ জুন কলকাতায় এসে পৌঁছন ওই যুগল। বন্ধুকে ফোন করে থাকার জায়গা খোঁজেন। এর পর ওই ভাড়া নেওয়া ফ্ল্যাটে ওঠেন। কিন্তু ওই ফ্ল্যাটে ঢোকার পর থেকে তাঁদের সাড়াশব্দ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রতিবেশীরা। 


আরও পড়ুন: WB Assembly: প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আচার্যও মুখ্যমন্ত্রী! বিল পাস বিধানসভায়


আত্মহত্যা বলে অনুমান পুলিশের


জানা গিয়েছে, বুধবার বাইরে থেকে এসে ডাকাডাকি করেন ওই যুগলের বন্ধও। ফোনও করেন। কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি। এর পরই প্রতিবেশীদের সঙ্গে কথা বলে খবর দেওয়া হয় পুলিশে। সকলের সামনেই পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। তাতেই ওই যুগলরে দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান সকলে। রাজস্থান থেকে কলকাতায় এসে কেন এমন পরিণতি হল ওই যুগলের, খতিয়ে দেখছে পুলিশ।


এ দিকে, বাগুইআটিতে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীকে মাদক খাইয়ে অজ্ঞান করে গণধর্ষণের অভিযোগ উঠল সহকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় এক মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারিণীর দাবি, গত শনিবার অফিসের অনুষ্ঠান উপলক্ষে সহকর্মীদের সঙ্গে চিনার পার্কের হোটেলে গিয়েছিলেন। সেখানেই মাদক খাইয়ে অজ্ঞান করে তাঁকে গণধর্ষণ করা হয়।