ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায়, দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটার উদ্ধার করল কলকাতা পুলিশ। বন্ডেল গেটের কাছে একটি গলি থেকে উদ্ধার হয়েছে স্কুটারটি। পুলিশ সূত্রে খবর, এই গলিতে স্কুটার রেখে রেল লাইন দিয়ে বালিগঞ্জের দিকে যেতে দেখা গেছে এক দুষ্কৃতীকে। CCTV-তে ধরা পড়েছে সেই দৃশ্য়। 


স্কুটারে বসিয়েই অপারেশনে পাঠানো হয়েছিল শ্য়ুটারকে। কিন্তু, অপারেশন অসফল হওয়ায় কপালজোরে বেঁচে গেছেন কলকাতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। দু'হাত দূরে দাঁড়িয়ে আততায়ী আগ্নেয়াস্ত্র তাক করার পরও, গুলি বেরোয়নি। কসবায় হামলাকাণ্ডের ৪ দিনের মাথায় উদ্ধার হল সেই স্কুটার। মঙ্গলবার, বন্ডেল গেটের কাছে, ধর্মতলার রোডের একটা গলি থেকে মেরুন রঙের স্কুটারটি উদ্ধার করে, কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। হামলাকারী যুবরাজ ধরা পড়ে যাওয়ার পর যে ব্য়ক্তি এই স্কুটারে চেপে যাচ্ছিল, তার গতিবিধিও ধরা পড়েছে CCTV ফুটেজে।

পুলিশ সূত্রে খবর, বন্ডেল গেট এলাকায়, এই গলির ভিতর স্কুটার রেখে, সে সোজা চলে যায় রেল লাইনের দিকে। বালিগঞ্জের দিকে হাঁটতে শুরু করে। পুলিশ সূত্রে দাবি, সুশান্ত ঘোষের হামলার ৭ দিন আগে এক ব্যক্তির কাছ থেকে স্কুটারটি কেনে মূল অভিযুক্ত গুলজার। তারপরেই বদলে ফেলা হয় তার নম্বর প্লেট। আসল প্লেট খুলে লাগিয়ে দেওয়া হয় ভুয়ো নম্বর প্লেট। পুলিশের দাবি, কলকাতা ট্রাফিক পুলিশের নাম্বার রিডিং CC ক্যামেরা থেকে বাঁচতেই বদলে ফেলা হয়েছিল নম্বর প্লেট। অন্যদিকে পুলিশ সূত্রে দাবি, গুলজারকে জেরা করে জানা গেছে, ইকবাল নামে কেউ নেই। তবে একজনের হদিশ পাওয়া গেছে, যে বিহারের বেউড় জেলে বন্দি ছিল তৃণমূল কাউন্সিলরকে খুনের পরিকল্পনা করতে সে দুর্গাপুজোর সময় কলকাতায় এসেছিল বলেও পুলিশ সূত্রে দাবি।


এদিকে কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার পর, অবশেষে টনক নড়ল প্রশাসনের। জমি দখল, জলাশয় ভরাটের একাধিক অভিযোগ পেয়ে, বেশ কিছু জমি পরিদর্শন করলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। যদিও মেয়র পারিষদ বলছেন, তাঁরা নাকি আগেই এ নিয়ে FIR দায়ের করেছিলেন। তাহলে এতদিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কেন? প্রশ্ন তুলছে বিরোধীরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আরও পড়ুন: TMC: 'মমতার ছবি ছাড়া জিতে দেখান' হুমায়ুনের মন্তব্যের পাল্টা জবাব দুই হেভিওয়েট নেতার