কলকাতা: ভুল করে বাড়িতে অ্যাডমিট কার্ড (Admit Card)। সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। সেই পরিস্থিতিতে একাধিক ঘটনায় উঠে এসেছে পুলিশের মানবিক মুখ। এদিন শ্যামবাজারের (Shyambazar) ঘটল এমনই একটি ঘটনা। যেখানে পরীক্ষার্থীর মসিহা হলেন পুলিশ।
ঠিক কী হয়েছে?
এদিন সকালে আরজি কর রোডে ডিউটি করছিলেন শ্যামবাজার ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি পার্থ চট্টোপাধ্যায়। এমএন গাঙ্গুলি রোড মোড়ের কাছে হঠাৎ তাঁর নজরে পড়ে, স্কুল ইউনিফর্ম পরা একটি মেয়ে কাঁদছে। দেখেই বুঝতে পারেন, কোন বিপদে পড়েছে মেয়েটি। জিজ্ঞেস করলে মেয়েটি জানায় বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে এসেছে। এখন আর ফিরে গিয়ে নিয়ে আসার সময়ও নেই।আর দেরি না করে, তখনই আদর্শ বালিকা বিদ্যালয়ের ছাত্রীকে গাড়িতে বসিয়ে ঘোষ বাগান লেনে তার বাড়িতে নিয়ে যান পার্থ। অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার্থীকে পৌঁছে দেন মিল্ক কলোনির শ্রী রামকৃষ্ণ সারদা সঙ্ঘে, ছাত্রীর পরীক্ষাকেন্দ্রে।
বলা বাহুল্য, এই সাহায্যের জন্য কলকাতা পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রীটির পরিবার এবং সে নিজেও।
আরও পড়ুন, ছেলের সঙ্গেই মাধ্যমিক পরীক্ষা দিলেন মা, ২৫ বছর পর ফিরলেন স্কুলে
এমনই ঘটনা ঘটেছিল দু'দিন আগেই। সেই পরীক্ষার্থীর বাড়ি থেকে বেরোতে বেশ দেরি হয়ে গিয়েছিল। রাস্তায় পাওযা যাচ্ছিল না কোনও বাস! কী করে পৌঁছবে পরীক্ষাকেন্দ্রে? এই আশঙ্কায় যখন হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছিল ছাত্রীর, তখনই এগিয়ে এলেন তিনি। গ্রিন করিডর করে মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী। ছাত্রীটি জানিয়েছে, এক আত্মীয়ের মৃত্যু হওয়া শনিবার বাবা-মা সেখানে চলে গিয়েছিলেন। বাড়িতে একা থাকায় পরীক্ষা দিতে বেরোতে দেরি হয়ে যায়। যার ফলে রাস্তায় বিপদে পড়ে সে।
সময় মতো পুলিশের সাহায়্য না পেলে যে কী হত, তা ভেবেই শিউরে উঠছে ছাত্রীটি।
বিস্তারিত পড়ুন- রাস্তায় কেঁদে ভাসাচ্ছেন মাধ্যমিক পরীক্ষার্থী, 'গ্রিন করিডর' করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল কলকাতা পুলিশ