কলকাতা: অনলাইনে প্রায় ২ কোটি টাকার প্রতারণা, দেড় কোটি ফেরাল কলকাতা পুলিশ। অনলাইনে ১ কোটি ৯৭ লক্ষ টাকার ক্যামেরা কিনতে গিয়ে প্রতারণার শিকার! অনলাইনে ক্যামেরা কিনতে গিয়ে প্রতারণার শিকার হেয়ার স্ট্রিটের কোম্পানি। সাইবার ক্রাইম ব্রাঞ্চের তৎপরতায় উদ্ধার ১ কোটি ৫৫ লক্ষ টাকা। দ্রুত বাকি টাকাও উদ্ধার করা হবে, আশ্বাস লালবাজারের।



দেড় কোটি ফেরাল কলকাতা পুলিশ


মূলত অনলাইনে প্রতারণার সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বড় অঙ্কের কেনাকাটি করতে গিয়ে অনেকেই ভুক্তভুগী হয়েছেন। যদিও সাম্প্রতিককালে প্রকাশ্যে আসা ঘটনাগুলির মধ্যে অনলাইনে এই প্রতারণার অঙ্কটি বেশ বড়ই। প্রায় ২ কোটি টাকা মূল্যের ক্যামেরা কিনতে গিয়ে প্রতারণার শিকার হেয়ার স্ট্রিটের কোম্পানি। যদিও শেষ অবধি সাহায্যের হাত বাড়াল লালবাজার।


রাজ্যে প্রতারণার ঘটনার উদাহরণ ভুরিভুরি


রাজ্যে প্রতারণার ঘটনার উদাহরণ ভুরিভুরি। চাকরির নামে প্রতারণার সংখ্যা গুণে শেষ করা যাবে না। তবে ভারতরত্ন পাইয়ে দেওয়ার নামে প্রতারণ প্রায় বিরল বললেই চলে। সম্প্রতি মহিলাকে ভারতরত্ন পাইয়ে দেওয়ার নামে 'প্রতারণা' করে গ্রেফতার হয়েছিলেন শিক্ষক ! সুতি থানার শেখপুরা প্রাইমারি স্কুলের শিক্ষক হাসানুজ্জামান ভারতরত্ন সহ একাধিক পুরস্কার পাইয়ে দেওয়ার নাম করে জাইরুল বিবির কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছিল। শুধু তাই নয় চাকরি পাইয়ে দাও নাম করেও টাকা আদায় করেছিলেন ঐ শিক্ষক, জাইরুল বিবির অভিযোগের ভিত্তিতে প্রাইমারি স্কুলের ওই শিক্ষককে গ্রেফতার করেছিল থানার পুলিশ, অভিযুক্ত শিক্ষককে পাঠানো হয়েছিল।


আরও পড়ুন, 'খড়দায় TMCP কর্মী খুনের সঙ্গে তৃণমূল যোগ নেই..', বিস্ফোরক সৌগত !


ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে গ্রেফতার খোদ লকার ইনচার্জ


কিছুদিন আগে ব্য়াঙ্কের লকার থেকে গয়না চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ব্য়াঙ্কের লকার ইনচার্জ। গ্রেফতার হয়েছিলেন তাঁর দাদা। তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছিল প্রচুর সোনার গয়না এবং লক্ষ লক্ষ টাকা। অভিযুক্তদের পুলিশ হেফাজত হয়েছিল। ব্য়াঙ্কের লকার ইনচার্জের বিরুদ্ধেই উঠেছিল লক্ষ লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ! গ্রেফতার হন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার ইন চার্জ । গ্রেফতার হয়েছিলেন তাঁর দাদাও। পুলিশ সূত্রে খবর,তাঁদের কসবার বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৩০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি, লেকটাউন ও কসবার দুটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল ৫৬ লক্ষ টাকার সোনার গয়না। বাজেয়াপ্ত করা হয়েছিল দামি ফোন, ল্য়াপটপ, গাড়ি-সহ ব্য়াঙ্কের বিভিন্ন নথি। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)