পার্থপ্রতিম ঘোষ , কলকাতা : পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে তলব সত্ত্বেও আজ আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরা দিচ্ছেন না সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মা )Nupur Sharma) । প্রাণসংশয়ের আশঙ্কাপ্রকাশ চেয়েছেন ৪ সপ্তাহ সময় চেয়েছেন নূপুর।

Continues below advertisement

ই মেলে প্রাণসংশয়ের আশঙ্কা প্রকাশ করেছেন সাসপেন্ডেড বিজেপি নেত্রী। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য এর আগে নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের হলেও হাজিরা দেননি নূপুর শর্মা। 

সূত্রের খবর, ই-মেল করে কলকাতা পুলিশের (kolkata Police)  কাছে ৪ সপ্তাহ সময় চেয়েছেন নূপুর। ই মেলে প্রাণসংশয়ের আশঙ্কা প্রকাশ করেছেন সাসপেন্ডেড বিজেপি নেত্রী। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য এর আগে নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের হলেও হাজিরা দেননি নূপুর শর্মা। 

Continues below advertisement

অন্যদিকে পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে, পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় । অভিযোগ করেন, তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহেল।  কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানান তৃণমূল নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠিও দেবেন বলে জানান ৪ জুন পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপি নেত্রীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্যে মামলা রুজু হয়। নূপূর শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল হয় গোটা দেশ। উত্তরপ্রদেশ , ঝাড়খণ্ডে একাধিক জায়গায় অশান্তি-বিক্ষোভ ছড়ায়। উত্তাল হয় এই বাংলার ৮ জেলা। 

এক নজরে আজ দুপুর ২ টোর শিরোনাম --দেড় ঘণ্টার চেষ্টাতেও শেষরক্ষা হল না। মল্লিকবাজারে হাসপাতালের ৮ তলার কার্নিস থেকে পড়ে গেলেন রোগী। অবস্থা আশঙ্কাজনক।দেড়ঘণ্টা ধরে ৮ তলার কার্নিসে রোগী। ঘটনাস্থলে দমকল, পুলিশ। আনা হল হাইড্রলিক ল্যাডার, জাল। তবু কেন করা গেল না উদ্ধার? উঠছে প্রশ্ন।

২০০২-এ গুজরাত হিংসা হয়েছিল ট্রেন জ্বালানোর পরে। মিথ্যা প্রচারের পিছনে ছিল তিস্তা শেতলওয়াড়ের এনজিও, সাহায্য করেছিল ইউপিএ, দাবি অমিত শাহের। ২০০২-তে সেনা ডাকতে দেরি করেনি, গুজরাত সরকার। দিল্লিতে সেনার সদর দফতর,তাহলে ’৮৪-তে এত শিখ মারা গেলেন কেন? তখন রাজধর্ম পালন করতে বলেননি বাজপেয়ী? প্রশ্ন অধীরের। গুজরাত হিংসা নিয়ে মিথ্যা অভিযোগকারীরা, ক্ষমা চান মোদির কাছে। প্রতিক্রিয়া শাহের। কংগ্রেসের ৫ বছর শাসনের সঙ্গে বিজেপির ৫ বছর তুলনা করুন বলে চ্যালেঞ্জ।

পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে তলব সত্ত্বেও আজ আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরা দিচ্ছেন না সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মা। প্রাণসংশয়ের আশঙ্কাপ্রকাশ করে চাইলেন ৪ সপ্তাহ সময়।

 পুণের বিদ্রোহী বিধায়ক তানাজী সাওয়ন্তের দফতর ভাঙচুর শিবসৈনিকদের। ১৬ বিধায়ককে আজ চিঠি পাঠাতে পারেন ডেপুটি স্পিকার। উত্তর দেওয়ার জন্য সোমবার পর্যন্ত সময় দেওয়া হতে পারে।

১৬ জনের বিধায়কপদ খারিজের দাবি উদ্ধবের। আজ শিবসেনার জাতীয় কর্মসমিতির বৈঠক। বৈঠকে শিণ্ডে শিবির। আপনারা বললেই ইস্তফা দেব, শিবসৈনিকদের উদ্দেশে বার্তা উদ্ধবের।