ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : দ্রোহের কার্নিভাল কি আজ বানচাল হয়ে যাবে ? ডাক্তারদের আটকাতে শহরটাকে দুর্ভেদ্য প্রাচীর করে ফেলল কলকাতা পুলিশ। আইন প্রণয়ন করে আটকানোর চেষ্টার পর শহরের হৃদপিণ্ড ঘিরে ফেলা হল লৌহপ্রাচীরে। পেল্লায় মাপের গার্ডরেলের সঙ্গে গার্ডরেল জুড়ে দেওয়া হল মোটা শিকলে। তাতে পড়ল তালা। মনে করিয়ে দিল জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের কথা। ঠিক এই ভাবেই কলকাতা পুলিশের হেড কোয়ার্টারের পৌঁছনোর আগেই আটকে দেওয়া হয়েছিল আন্দোলনকারী ডাক্তারদের। পরে অবশ্য তাঁদের ধনুক-ভাঙা পণের সামনে ভাঙে লৌহ কপাট। সরে ব্যারিকেড । আর এবারও তেমনই লৌহ প্রাচীর তৈরি হল ধর্মতলা অঞ্চলে।
রানি রাসমণি অ্যাভিনিউয়ে দ্রোহের কার্নিভাল আটকানোর জন্য বজ্র আঁটুনির ব্যবস্থা করে কলকাতা পুলিশ। সোমবার রাতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা প্রয়োগের নির্দেশিকা জারি করা হয়। এরপর মঙ্গলবার সকালে দেখা যায় নিরাপত্তার কড়াকড়ি এক্কেবারে চরমে। বলা যায় নজির বিহীন বেষ্টনী তৈরি করে পুলিশ। । রেড রোড এবং রানি রাসমণি অ্যাভিনিউয়ের দুটি প্রান্তই গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়। সেখানেই শেষ নয়, বিরাট বিরাট অ্যালুমিনিয়াম ব্যারিকেড বসানো হয়। গার্ডরেলের চারধারে বসানো হয় বাঁশের ব্যারিকেড। সেগুলি যাতে কোনোমতেই সরানো না যায়, তার জন্য লোহার শিকল দিয়ে গার্ড রেলগুলিকে বেঁধে ফেলা হয় । ৬ ফুট উঁচু লৌহ প্রাচীর তো আছেই, দূরপাল্লার রুটের বাসগুলিকে দাঁড় করিয়ে রাখা হয় রানি রাসমণি অ্যাভিনিউয়ে। বাসের চালকদের দাবি, পুলিশের তরফে তাঁদের এখানেই বাস রাখতে বলা হয়েছে।
পুলিশের এই পদক্ষেপ, রানি রাসমণি অ্যাভিনিউয়ে কলকাতা পুলিশের ১৬৩ ধারা আরোপকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। প্রধান বিচারপতিকে ই মেল করেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের আইনজীবীরা। শুনানির জন্য গঠিত হয়েছে বিশেষ বেঞ্চ। বিচারপতি রবি কিষাণ কাপুরের বেঞ্চে আজ দুপুর ২টোয় শুনানির সম্ভাবনা। তাতে আদালত কী রায় দেয়, সেটাই দেখার ।
আরও পড়ুন:
আজ কলকাতায় জোড়া কার্নিভাল, ধর্মতলায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।