উজ্জ্বল মুখোপাধ্যায় , হিন্দোল দে ও সুদীপ্ত আচার্য, কলকাতা : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন পড়ুয়াদের একাংশ।  আজ সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে।  গতকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হয়েছে অবস্থান। পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কমিটি গড়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক। 



কোভিডের থাবায় রাজ্যে দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য বিধি মেনে, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াল ছাত্র সংগঠনগুলি। সোমবার প্রেসিডেন্সি  ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পথে নামলেন পড়ুয়ারা। ২০২০-র মার্চের পর প্রেসিডেন্সিতে ঢুকল পড়ুয়ারা। বিধি মেনে দ্রুত ক্লাস চালুর দাবিতে, প্রেসিডেন্সিতে SFI, IC সহ বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায়। 

আরও পড়ুন :


অসম্পূর্ণ রেজাল্ট, মেলেনি মার্কশিট, হাওড়ার লালবাবা কলেজের পড়ুয়াদের প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ





প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেত্রী  কৌশানি দত্ত চৌধুরী জানান, তাঁদের দাবি তাঁরা ডিনক্ জানিয়েছেন। এরপর সিদ্ধান্ত পছন্দ না হলে চলবে লাগাতার আন্দোলন। একই দাবিতে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিছিল করেন Faculty of Engineering and Technology Students Union বা FETSU-র সদস্যরা। স্মারকলিপি দেওয়া হয় উপাচার্যকে। ছাত্র-ছাত্রীদের দাবি, সমস্ত কিছু খুলে যাচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয় খুলবে না কেন,?  ক্যাম্পাস ফিরিয়ে দেওয়া হোক, দরকারে ভ্যাকসিন দিয়ে ক্লাস শুরু হোক। এদিনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। রিসার্চ স্কলার-সহ সমস্ত পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া এবং সশরীরে ক্লাস চালু করার দাবি জানানো হয়েছে। 


কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষায় দুর্নীতি হয়েছে। ফাঁস হয়েছে প্রশ্নপত্র। এমনই অভিযোগে এদিন, রাজভবনের সামনে বিক্ষোভ দেখান ছাত্র পরিষদের সদস্যরা। বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। মঙ্গলবার সকালেও চলছে সেই বিক্ষোভ। 

আরও পড়ুন :


Jogamaya Devi College: এসএমএস পাঠিয়েও ভর্তি নয় কেন? অভিযোগে যোগমায়া দেবী কলেজে ছাত্রীদের অবস্থান। Bangla News




অন্যদিকে, অসম্পূর্ণ রেজাল্টের কারণে মার্কশিট হাতে পেলেন না হাওড়ার বেলুড়ের লালবাবা কলেজের প্রায় ৫০ জন পড়ুয়া।  স্নাতকস্তরের পাসের ওই পড়ুয়ারা কলেজের প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখান।  কলেজ সূত্রে খবর, দ্রুত  সমস্যার সুরাহার আশ্বাস দিয়েছেন প্রিন্সিপাল। এরপরই বিক্ষোভ মেটে।