ভাস্কর ঘোষ, হাওড়া : রেজাল্ট অসম্পূর্ণ দেখে কলেজের প্রিন্সিপালের ঘরে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে বিক্ষোভ, তর্কাতর্কি। সমস্যা মেটানোর জন্য, বিক্ষোভরত পড়ুয়াদের সামনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফোন করেন প্রিন্সিপাল। শেষপর্যন্ত বুধবারের মধ্যে সমস্যার সুরাহা হবে, এই আশ্বাসে বিক্ষোভ মেটে। ঘটনাক্রম হাওড়ার বেলুড়ের লালবাবা কলেজের।


সোমবার স্নাতক স্তরের রেজাল্ট নিতে আসেন পড়ুয়ারা।  কিন্তু, প্রায় ৫০ জন ছাত্রছাত্রীর রেজাল্ট অসম্পূর্ণ থাকায়, তাঁদের মার্কশিট দেওয়া হয়নি।  মার্কশিট না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। তাদের দাবি, চতুর্থ সিমেস্টারের ইন্টারনাল মার্কসের ঘর, প্রায় ৫০ জন পড়ুয়ার ক্ষেত্রে ফাঁকা। গত জানুয়ারিতে এই ঘটনা সামনে আসে। ছাত্রছাত্রীদের দাবি, এই নিয়ে প্রথমে কলেজ কর্তৃপক্ষ, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার দরবার করেও কোনও ফল হয়নি। এ নিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠিও দিয়েছেন তাঁরা।  


প্রিন্সিপাল আশ্বাস দেন, দ্রুত সমস্যর সুরাহার চেষ্টা হবে। সেইসঙ্গেই তিনি মেনে নেন, কলেজের তরফে এই বিষয়টি যাঁর দেখার কথা ছিল, তাঁর তরফে কোনও গাফিলতি হয়েছে। লালবাবা কলেজের প্রিন্সিপাল সঞ্জয় কুমার বলেছেন, 'এই বিষয়টি যাঁর দেখার ছিল, তাঁর কোনও গাফিলতি হয়েছে। বুধবারের মধ্যে সমস্যা সমধানের চেষ্টা হবে।' ১৫ সেপ্টেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ-তে ভর্তির  ফর্ম তোলার শেষ দিন। তার আগে বিষয়টির নিষ্পত্তি হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে বিক্ষোভকারী পড়ুয়ারা। 


এদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অমান্য করে ফি আদায়ের অভিযোগ তুলে ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখালেন দেশবন্ধু কলেজের ছাত্রীরা। রাসবিহারী মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অপরদিকে, যোগমায়া দেবী কলেজেও ছাত্রীদের বিক্ষোভ। উচ্চ মাধ্যমিকে পাশ করার পর ফার্স ইয়ারে ভর্তি হতে এসে সমস্যায় পড়েন তাঁরা। কিন্তু, কলেজের তরফে মেসেজ আসা সত্ত্বেও ভর্তি হতে না পারায় কলেজের ভিতরে গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।


আরও পড়ুন-


ফি মকুবের দাবিতে বিক্ষোভ, রাসবিহারী মোড়ে অবরোধ দেশবন্ধু কলেজের ছাত্রীদের


মেসেজ এলেও ভর্তিতে সমস্যা, যোগমায়া দেবী কলেজে ছাত্রী-বিক্ষোভ