কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পর এবার ছাত্র বিক্ষোভ প্রেসিডেন্সিতেও (Presidency University)। হস্টেল (Hostel) খোলার দাবিতে লাগাতার আন্দোলন চলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও (Presidency University) । ক্যাম্পাসে রাত কাটাচ্ছেন পড়ুয়াদের একাংশ। বিক্ষোভে আটকে আছেন ডিন। পড়ুয়াদের দাবি, সরকারের নির্দেশ সত্ত্বেও হস্টেল খুলছে না কর্তৃপক্ষ। এ বিষয়ে উপাচার্য ও রেজিস্ট্রারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।


দাবি একই। বিশ্ববিদ্যালয় খুলেছে। অতএব হস্টেলও খুলতে হবে। বিক্ষোভের পারদ চড়ছে কেন্দ্রীয় প্রতিষ্ঠান বিশ্বভারতী থেকে রাজ্যের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। এক মাসের বেশি সময় হল রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরু হয়েছে। কিন্তু প্রেসিডেন্সির (Presidency University) ছাত্রছাত্রীদের দুটি হস্টেলই এখনও বন্ধ। দ্রুত হস্টেল খোলার দাবিতে ক্যাম্পাসে রাত কাটাচ্ছেন আবাসিক পড়ুয়াদের একাংশ। প্রেসিডেন্সি ক্যাম্পাসেই (University Campus) ২৯ দিন ধরে চলছে অবস্থান বিক্ষোভ। ঘেরাও হয়ে আছেন বিশ্ববিদ্যালয়ের ডিন (Dean)। 


ডিনের ঘরের বাইরেই চলছে আন্দোলন। বিশ্বভারতীতে (Visva Bharati University) দুটি হস্টেল ইতিমধ্যেই খুলেছে। কিন্তু প্রেসিডেন্সিতে হস্টেল খোলার ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে কোনও সদুত্তর পর্যন্ত মেলেনি বলে অভিযোগ করছেন পড়ুয়ারা। 


আরও পড়ুন: Visva Bharati : ১৬ দিনে আন্দোলন, অব্যাহত পড়ুয়া-বিক্ষোভ, বিশ্বভারতীতে ফের ঘেরাও রেজিস্ট্রার


বিশ্বভারতীতে ছাত্র আন্দোলনের মধ্যেই পদত্যাগ করেছেন রেজিস্ট্রার। মুখ খুলেছেন উপাচার্য। কিন্তু প্রেসিডেন্সির উপাচার্য ও রেজিস্ট্রারকে এবিষয়ে জানতে ফোন ও এসএমএস করা হলেও, তাঁদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 


রাজ্য সরকারের নির্দেশ আছে, কর্তৃপক্ষ মনে করলে হস্টেল খুলতে পারে। কিন্তু তারপরেও কেন খুলছে না হস্টেল? এই প্রশ্ন তুলে প্রেসিডেন্সির পড়ুয়াদের একাংশের দাবি, দূরদূরান্ত থেকে পড়তে আসা ছাত্রছাত্রীরা সঙ্কটে পড়ে গিয়েছেন। বাধ্য হয়ে ক্যাম্পাসে রাত্রিবাস করছেন কয়েকজন। সব মিলিয়ে শান্তিনিকেতন থেকে প্রেসিডেন্সি, হস্টেল খোলার দাবিতে পড়ুয়া বিক্ষোভে সরগরম ক্যাম্পাস। 


অন্যদিকে বিশ্বভারতীর (Visva Bharati) অশান্তি কাটছে না কিছুতেই। ক্রমেই ঘোরাল হচ্ছে পরিস্থিতি। বিশ্বভারতীতে অব্যাহত পড়ুয়াদের বিক্ষোভ। এরই মধ্য শুরু হয়েছে সিমেস্টার। বিক্ষোভের কারণে পরীক্ষায় অনুপস্থিত থাকলে অকৃতকার্য হিসেবে ধরা হবে, বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিশ্বভারতী। 


১৫ দিন পার হয়েছে পড়ুয়া বিক্ষোভের (Student Agitation)। বিশ্বভারতীতে ফের ঘেরাও হয়েছেন রেজিস্ট্রার আশিস আগরওয়াল ও কয়েকজন অধ্যাপক। গতকাল বিকেল চারটে বাংলাদশ ভবনে বৈঠক করতে এসে তাঁরা পড়ুয়াদের ঘেরাওয়ের মুখে পড়েন। মঙ্গলবার সকালেও ঘেরাও চলছে। মাঝরাতে পুলিশ, রেজিস্ট্রার ও অধ্যাপকদের ঘেরাওমুক্ত করতে এলে পড়ুয়ারা শুয়ে পড়ে প্রতিবাদ জানান।  পড়ুয়াদের স্লোগান ও বিক্ষোভের মুখে পুলিশ পিছু হটে। যদিও পড়ুয়াদের দাবি, তাঁরা কাউকে ঘেরাও করেননি। গেটের সামনে শুয়ে রয়েছেন। কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।