কলকাতা: ১৭ ঘণ্টা পার। মেসে লকডাউনের আগের ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে এখনও বিক্ষোভ চলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। গতকাল বিকেল ৫টা থেকে ডিনকে ঘেরাও করে রেখেছেন পড়ুয়ারা। তাঁদের দাবি, মেসের পূর্বাবস্থা ফেরাতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বহুবার আবেদন জানিয়েও কাজ হয়নি। তাই শেষপর্যন্ত বিক্ষোভ-আন্দোলনের পথে হেঁটেছেন তাঁরা। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। মেসে লকডাউনের আগের ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ শুরু করেছিলেন গতকালই। সোমবার বিকেল ৫টা থেকে এই দাবিতে ডিনকে ঘেরাও করেন পড়ুয়ারা। মধ্যরাত পর্যন্ত ঘেরাও চলে।  এখনও চলছে বিক্ষোভ।


মেডিক্যাল কলেজে বিক্ষোভ: কিছুদিন আগে কলকাতা মেডিক্যাল কলেজেও ছাত্র বিক্ষোভের ছবি প্রকাশ্যে আসে। ২০১৬ সালের পর থেকে কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College and Hospital) ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ২০১৬ সালে ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছিল টিএমসিপি (TMCP)। তারপর থেকে আর নির্বাচন হয়নি। এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ঘেরাও করল পড়ুয়ারা। শুক্রবার দুপুর ১টা থেকে অধ্যক্ষকে ঘেরাও করে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। অধ্যক্ষকে ঘেরাও ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের। 


সদস্যদের বয়ান: মেডিক্যাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ছাত্র-ছাত্রীদের অভিযোগ, গত ১ সেপ্টেম্বর নির্বাচন নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে নির্বাচন হওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও এরপর কেটে গিয়েছে ২২ দিন। ছাত্রদের অভিযোগ এতদিন কেটে গেলেও কর্তৃপক্ষের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। অভিযোগ, শুক্রবার এ নিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেলেও তাঁদের সঙ্গে কথা বলেননি তিনি। পাশাপাশি তাঁদের বাইরে বের করে অধ্যক্ষ নিজের ঘর বন্ধ করে দেন বলেও অভিযোগ করেছেন অভিযোগকারী ছাত্ররা। তবে অভিযোগকারীরা জানিয়েছেন অধ্যক্ষ কথা না বলা পর্যন্ত তাঁর ঘরের সামনে এই অবস্থান চলবে।


মালদায় থানা ঘেরাও: ১০০ দিনের দুর্নীতির প্রতিবাদ করায় হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা (TMC Leader)। এই অভিযোগ ওঠায়, পাল্টা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল নেতার অনুগামীরা। উত্তেজনা ছড়াল মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে (Harishchandra)। প্রায় ৫ ঘণ্টা বিক্ষোভ চলল থানা চত্বরে। তুঙ্গে রাজনৈতিক তরজা।


বিক্ষোভ দেখাল তৃণমূলের একাংশ: মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুরের পুনরাবৃত্তি মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে (Harishcandrapur), দু’দিনের মধ্যে ফের থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূলের একাংশ। উঠল স্লোগান। ঘটনার সূত্রপাত, দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। সম্প্রতি হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরের কয়েকজন বাসিন্দা, তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানান।