ময়ূখ ঠাকুর চক্রবর্তী , রুমা পাল, কলকাতা : ভয়াবহ ঘটনা শহর কলকাতায়। এবার অস্বাভাবিক মৃত্যু শিশুর। তাও আবার স্কুলেই । আতঙ্কে অভিভাবকরা। কলকাতার একটি বেসরকারি স্কুলের চার বছরের এক শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ল। সকাল অবধি তরতাজা, ছটফটে ছেলেটা স্কুলে যেতে গিয়ে কীভাবে শেষ হয়ে গেল, বুঝতে পারছেন না কেউই।
পুলিশ সূত্রে দাবি, শুক্রবার সকালে পুলকারে করে স্কুলে আসছিল ওই ছাত্র। তারপর, আচমকা পুলকারেই সে অসুস্থ হয়ে পড়ে। বমি হয়। NRS হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের দাবি, পুলকার চালক জানান, স্কুলের কাছাকাছি পৌঁছতেই ৪ বছরের শিশুর বমি শুরু হয়। NRS হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করেছে পুলিশ।
গাড়ি চালকের দাবি, স্কুলের কাছাকাছি পৌঁছনোর পর, গাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শিশু। একাধিকবার বমি হয়। পুল কারের ড্রাইভারই শিশুর পরিবারকে খবর দেন। এরপর মা-বাবা ঘটনাস্থলে পৌঁছে তাদের সন্তানকে প্রথমে লেনিন সরণীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রেফার করা হয় NRS মেডিক্য়াল কলেজ হাসপাতালে। সেখানে নিয়ে গেলে ৪ বছরের শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ক্য়ালকাটা বয়েজ স্কুলের প্রিন্সিপাল রাজা ম্য়াকজি জানান,' এই শোকের সময় আমরা শিশুর মা-বাবার পাশে আছি। ক্য়ালকাটা বয়েজ স্কুল তার এক সন্তানকে হারিয়েছে। ছোট্ট এক ছাত্রকে। ও কালকে স্কুলে এসেছিল। ইউনিট-অ্য়াসেসমেন্ট ছিল, সেখানেও হাজির হয়েছে। আজকে সকালে খবর পেলাম সেই শিশু নেই। আমরা সাড়ে ৮টা নাগাদ খবর পেয়েছি। '
তালতলা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশের উপস্থিতিতে মৃত শিশুর ইনকোয়েস্ট বা সুরতহাল করা হবে। তারপর ময়নাতদন্ত হলে জানা যাবে মৃত্যুর কারণ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।