কলকাতা: এতদিন লুক বা যে ঝলক প্রকাশ্যে এসেছিল, তাতে আঁচও পাওয়া যায়নি গল্পের। তবে আজ মুক্তি পেল 'টেক্কা' (Tekka) ছবির প্রথম ঝলক। আর তাতেই যেন পরিষ্কার হয়ে গেল সবটা। যাঁরা ভেবেছিলেন এই ছবিতে ফের একবার দেব (Dev) আর রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) সমীকরণ দেখা যাবে, তাঁদের জন্য থাকছে নতুন চমক। সমীকরণ নয়, নায়ক নায়িকা নয়.. একে অপরের মুখোমুখি, সম্মুখ সমরে দেখা যাবে দেব আর রুক্মিণীকে। দেবকে দেখা যাবে একজন কিডন্যাপারের ভূমিকায়। কলকাতার নামী একটি স্কুল থেকে একটি মেয়েকে অপহরণ করে পালায় সে। কিন্তু সত্যিই কি দেব কেবলমাত্র নিজের জন্য অপহরণ করেছে শিশুটিকে নাকি তার আড়ালে রয়েছে অন্য কোনও গল্প, সেই উত্তর দেবে সিনেমা। রুক্মিণীকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে।
আজ প্রকাশ্যে এসেছে 'টেক্কা'-র প্রথম লুক। সেখানে প্রথমেই বলা হচ্ছে, কলকাতার একটি নামি স্কুল থেকে একটি শিশুকে অপহরণ করে পালিয়েছে দেবের চরিত্র ইকলাখ। দেবের গলায় শোনা যায়, 'এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কী জানেন ম্যাডাম? গরীব হয়ে জন্মানো। তোমরা আমাদের কথা ভাবো কোনোদিনও? আমরা ভূতের মতো তোমাদের চারপাশে ঘুরে বেড়াই। একটা মুখও মনে থাকে? এবার থাকবে।' গোটা ঝলক জুড়েই যেন এক চোর পুলিশের খেলা। দেব বনাম রুক্মিণী। স্বস্তিকার চরিত্র নিয়ে এই ঝলকে ধোঁয়াশা রয়েছে। তবে নিঃসন্দেহে তাঁর চরিত্রটিও যথেষ্ট আকর্ষণীয়।
এই ঝলক থেকেই স্পষ্ট, দেবকে দেখা যাবে একেবারে একজন প্রান্তিক মানুষের চরিত্রে। তাঁর চরিত্রের নাম ইকলাখ। অন্যদিকে রুক্মিণীর চরিত্রের নাম মায়া। যে ঝলক পাওয়া গিয়েছে, সেখানে চমক হল রুক্মিণী ও দেবের মধ্যে কোনও প্রেমের সমীকরণই নেই। তবে তাঁদের চরিত্রের মধ্যে ঠিক কী কী স্তর রয়েছে তা জানা যাবে ছবি মুক্তির পরেই।
আরও পড়ুন: Paoli Dam: নিষিদ্ধপল্লী থেকে রাজনীতির দুনিয়ায়, পাওলির নতুন ওয়েব সিরিজ 'জুলি' বলবে ক্ষমতায়ণের গল্প.
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।