পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : পোশাক ফতোয়া জারি করে প্রথম বর্ষের ছাত্রদের র্যাগিংয়ের অভিযোগ (Ragging Allegation) খোদ অ্যান্টি র্যাগিং কমিটির সদস্যর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে। যদিও অভিযুক্তর সাফাই, কলেজে ক্যাম্পাসিং চলায় পোশাক নিয়ে সতর্ক করেছিলেন।
এ যেন সর্ষের মধ্যেই ভূত ! র্যাগিং রোখার দায়িত্ব যাঁদের কাঁধে, সেই অ্যান্টি র্যাগিং কমিটির (Anti Ragging Committee) এক সদস্যের বিরুদ্ধেই উঠল অভিযোগ। যাদবপুরকাণ্ড নিয়ে যখন রাজ্যজুড়ে শোরগোল, তখন র্যাগিংয়ের অভিযোগ উঠল কলকাতার আরও একটি কলেজে। এন্টালির সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজে প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য 'পোশাক ফতোয়া'! মানসিক চাপ দেওয়ার অভিযোগ খোদ অ্যান্টি র্যাগিং কমিটির সদস্যর বিরুদ্ধে।
প্রথম বর্ষের এক পড়ুয়ার অভিযোগ, অ্যান্টি র্যাগিং কমিটির সদস্য তৃতীয় বর্ষের ওই পডুয়া প্রথম বর্ষের ছাত্রদের জিনস-টিশার্ট পরতে নিষেধ করেছিলেন। কলেজে পা ঢাকা জুতো পরে আসতে নির্দেশ দিয়েছিলেন। অভিযোগ, ফতোয়া না মানলে মানসিক চাপ (Mentally Harassed) দিচ্ছিলেন ওই পড়ুয়া।
অধ্যক্ষ কাছে অভিযোগ জানান প্রথম বর্ষের এই ছাত্র। সেই অভিযোগ পুলিশের কাছে পাঠানো হয় কলেজ কর্তৃপক্ষের তরফে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে। যদিও অভিযুক্ত ছাত্রের সাফাই, কলেজে ক্যাম্পাসিং চলায় পোশাক নিয়ে সতর্ক করেছিলেন। সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক কলেজ (Central Kolkata Ragging College) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এনিয়ে যা বলার পুলিশকে জানানো হয়েছে।
আরও পড়ুন- হাতাহাতি, লাঠিচার্জ, হকারদের সঙ্গে আরপিএফের সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া স্টেশন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন