Ragging : TMCP না করায় র‍্যাগিং! তৃণমূল বিধায়কের সামনেই সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রকে মারধরের অভিযোগ

অভিযোগকারী ছাত্র, আইনের পড়ুয়া। তাঁর বাবা-দাদা দুজনেই হাইকোর্টে কর্মরত। অথচ আইন শিক্ষার ক্যাম্পাসেই তাঁদের হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল! তাও আবার বিধায়কের সামনে!

Continues below advertisement

আবির দত্ত, কলকাতা : TMCP না করায় র‍্যাগিং (Ragging) ! তৃণমূল বিধায়কের (TMC MLA) সামনেই সাউথ ক্যালকাটা ল’ কলেজে (Calcutta Law College) ছাত্রকে মারধরের অভিযোগ উঠল। কর্তৃপক্ষকে জানাতে গেলে পড়ুয়ার মা-বাবাকেও মারধর করা হয় বলে দাবি!

Continues below advertisement

কলেজের ক্যাম্পাসে র‍্যাগিং-এর শিকার

কলেজে থাকতে হলে করতে হবে TMCP। অভিযোগ, তাতে রাজি না হওয়ায়, আইন কলেজের ক্যাম্পাসে র‍্যাগিং-এর শিকার হলেন আইনের পড়ুয়া ! তৃণমূল বিধায়কের সামনেই ওই পড়ুয়াকে মারধর করা হয় বলেও উঠেছে অভিযোগ! ঘটনা ঘিরে উত্তপ্ত কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজের ক্যাম্পাস!

অভিযোগকারী পড়ুয়া বলেছেন, 'আমায় ডেকে বলে, তুই কিন্তু টার্গেট। চড় মারে। ধাক্কা মারে। ইউনিয়ন রুমের ভিতরে ২০-২৫ জন ছিল। চেয়ারে বসায়। চাঁটি মারে। কিল, ঘুঁষি, নাচ করতে বলে। বলে জল খাইয়ে মারব। কলেজে ঢুকতে দিচ্ছিল না'। 

থানায় অভিযোগ

অভিযোগকারীর বক্তব্য পুলিশের তরফে জিডি নয় এফআইআর করতে বলা হয়। সঙ্গে অভিযোগকারী পড়ুয়ার দাবি, মিটমাটের জন্য তাঁর মা-বাবাকে ডেকে পাঠায় কলেজ কর্তৃপক্ষ। বৈঠকে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালন সমিতির সভাপতি ও বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব। তৃণমূল বিধায়কের সামনেই ছাত্রের মা-বাবা, দাদার গায়ে হাত তোলে TMCP-র সদস্যরা। অভিযোগকারীর দাবি, MLA অশোক দেব উনি ছিলেন। আমায় ডাকল। বসাল। ইউনিয়ন রুমে সবাই ঘিরে ছিল। দেবলীনা বলে অক দিদি আমার বাবাকে বলল আপনি তো আউটসাইডার। কেন এসেছেন? বাবার গায়ে হাত তুলল। মায়ের গায়েও হাত তুলল। বাধা দিতে গেলে, আমার গলা টিপে ধরে। কলেজে কীভাবে ঢুকব জানি না। যেতে ভয় লাগছে।

গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে অভিযোগকারী ছাত্রের পরিবার। অভিযোগকারী পড়ুয়ার দাদার অভিযোগ, পুলিশ এসে দেখে তালাবন্ধ। ইউনিয়নের ছেলেরা দিয়েছে। পুলিশ কোনও ভূমিকা নেয়নি। পুলিশের সামনেই মারল। বলে, ছাত্রদের ব্যাপার। রেসকিউ করতে পারছি না। 

অভিযোগকারী ছাত্র, আইনের পড়ুয়া। তাঁর বাবা-দাদা দুজনেই হাইকোর্টে কর্মরত। অথচ আইন শিক্ষার ক্যাম্পাসেই তাঁদের হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল! তাও আবার বিধায়কের সামনে! যদিও সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক ও কলেজের গভর্নিং বডির সভাপতি অশোক দেব। তিনি বলেছেন, 'মিথ্যে অভিযোগ।। এরকম কিছু ঘটেনি।'  Ragging -এর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ-প্রশাসন।

আরও পড়ুন- ‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন, আমি কেন খারাপ কথা বলব?’ প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Continues below advertisement
Sponsored Links by Taboola