অরিত্রিক ভট্টাচার্য, মুন্না আগরওয়াল, কলকাতা: মোদি সরকারের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে কলকাতায় রেলমন্ত্রী। আজ রাজ্যের ২৫টি স্টেশন ও অডিটোরিয়াম থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য ভার্চুয়ালে শোনানো হবে। আজ বেহালায় অনুষ্ঠানের সেই প্রস্তুতি খতিয়ে দেখলেন অশ্বিনী বৈষ্ণব।
২০২৪ সালে লোকসভা ভোট। তার দু’ বছর আগে উন্নয়ন, সুশাসন ও কর্মসংস্থান ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সাফল্য তুলে ধরে, দেশজুড়ে উদযাপিত হচ্ছে মোদি সরকারের অষ্টম বর্ষপূর্তি।
মোদি সরকারের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে কলকাতায় এসেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল সূত্রে খবর, মঙ্গলবার রাজ্যের ২৫টি স্টেশন ও অডিটোরিয়াম থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য ভার্চুয়ালে শোনানো হবে।
কলকাতার অনুষ্ঠান হবে বেহালায় ইস্টার্ন রেলের স্টেডিয়ামে। সোমবার সেখানে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেন রেলমন্ত্রী। অশ্বিনি বৈষ্ণব বলেন, ''গরিবদের পাশে থাকাই সরকারের লক্ষ্য। এবার এটাই প্রায়োরিটি। কাল প্রধানমন্ত্রী বক্তৃতা শোনানো হবে।
এদিনই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেশন থেকে নবদ্বীপ ধাম এক্সপ্রেসের আনুষ্ঠানিক সূচনা করেন স্থানীয় সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।মঙ্গল, বুধ, শুক্র, শনি, রবি --- সপ্তাহে ৫ দিন নবদ্বীপ ও বালুরঘাটের মধ্যে চলবে নতুন ট্রেন।
ভোর ৪টে ৪৫ মিনিটে নবদ্বীপ থেকে ছেড়ে বেলা ১২টা ১০ মিনিটে বালুরঘাট পৌঁছবে নবদ্বীপ ধাম এক্সপ্রেস। বালুরঘাট থেকে দুপুর ২ টো ২০ মিনিটে ছেড়ে রাত ৮টা ৫৫ মিনিটে নবদ্বীপ পৌঁছবে এই ট্রেন।
উত্তরপ্রদেশে এই পরিপ্রেক্ষিতে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে, "সেবা, সুশাসন এবং দরিদ্রদের কল্যাণ"। পরিকল্পনার বিশদে ইউপি বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুনীল বনসাল বলেছেন, "রিপোর্ট টু নেশন- প্রচারাভিযানের অধীনে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্য ইউনিটের সভাপতি স্বতন্ত্র দেব সিং, উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্য এবং ব্রজেশ পাঠ, সরকারের কৃতিত্বের বিষয়ে কথা বলবেন।" সোমবার এই অনুষ্ঠানের প্রথম দিনেই করোনায় অনাথ হয়ে পড়া শিশুদের হাতে বৃত্তির চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।