Driving Licence Renewal: দেশে ডিজিটালাইজেশনের ফলে বদলে গিয়েছে পরিস্থিতি। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স নবীকরণের প্রযোজন হয়, তা আপনি এবার ঘরে বসেই করতে পারবেন। বার বার এর জন্য আপনাকে ছুটতে হবে না অফিসে।


Driving Licence: ড্রাইভিং লাইসেন্স নবীকরণের জন্য এই নথির প্রয়োজন
মূল ড্রাইভিং লাইসেন্সের কপি নবীকরণ করতে লাগবে।


ড্রাইভারের বয়স যদি 40 বছরের বেশি হয়, তাহলে ফর্ম 1A সহ একটি মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে।


দুটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।


আপনার ঠিকানা ও বয়সের প্রামাণ্য নথির ফটোকপি লাগবে।
সঙ্গে 200 টাকা আবেদন ফি।


Driving Licence Renewal: এইভাবে আবেদন করতে হবে
প্রথমে পরিবহণ পরিষেবার অফিশিয়াল ওয়েবসাইটে যান।
এবার 'অনলাইন সার্ভিস' এর অধীনে 'ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত পরিষেবা'-তে ক্লিক করুন।


যে রাজ্যে আপনি পরিষেবা বা লাইসেন্স নিতে চান তা নির্বাচন করুন।


ড্রাইভিং লাইসেন্স পরিষেবার তালিকা থেকে 'DL রিনুয়ালের জন্য আবেদন করুন' লিস্টে ক্লিক করুন।


আবেদন জমা দেওয়ার জন্য বিবরণ পূরণ করুন।


এখন আবেদনকারীর বিবরণ পূরণ করুন।


পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করুন ও আপনার পেমেন্ট স্ট্যাটাস পরীক্ষা করুন।


'Acknowledgment Page'-এ অ্যাপ্লিকেশন আইডি দেখা যাবে। 
আবেদনকারীদের তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর এখানে পূরণ করতে হবে।
তবে বিস্তারিত বিবরণ সহ সেখানে একটি এসএমএস পাওয়া যাবে।


Importance of driver’s licence renewal
যেসব গাড়ির মালিকরা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালান, তারা বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি নিষ্পত্তি করতে পারেন না। ড্রাইভারের লাইসেন্সের মেয়াদ থাকে। সেই মেয়াদ শেষ হওয়ার পরেও তা এক মাসের জন্য বৈধ থাকে।কেউ তার ড্রাইভিং লাইসেন্স মেয়াদ শেষ হওয়ার পরও রিনুয়াল করতে পারেন। সেই ক্ষেত্রে জরিমানা দিয়ে তাকে লাইসেন্স নবীকরণ করতে হবে। 
দ্রষ্টব্য: যদি ড্রাইভারের লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার 5 বছরের মধ্যে নবীকরণ না করা হয়, তবে গাড়ির মালিককে নতুন লাইসেন্সের জন্য আেবদন করতে হবে। কারণ সেই ক্ষেত্রে পুরোনোটি আর বৈধ থাকবে না।


আরও পড়ুন : Mahindra Scorpio: আগামী মাসেই ধামাকা এন্ট্রি হবে এই গাড়িগুলির ! স্করপিও ছাড়াও এরা আছে লিস্টে