কলকাতা: রাজভবনে কর্মীদের প্রবেশে আরও কড়াকড়ি। 'শুধু আইডি কার্ড নয়, এবার ফোন নম্বর দিয়ে এন্ট্রি করতে হবে। রাজভবনের নর্থ গেটে ফোন নম্বর দিয়ে ঢুকতে হচ্ছে কর্মীদের। রাজভবনের বাইরে খেতে গেলেও জানাতে হচ্ছে পুলিশকে। ছুটির শেষে আবার এন্ট্রি করতে হচ্ছে সময়। সোমবার থেকে কার্যকর নতুন নিয়ম, খবর রাজভবন সূত্রে। (Sayantika Banerjee)


এতদিন শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়েই রাজভবনে ঢুকতে পারতেন কর্মীরা। এখন থেকে আর তা হবে না। রাজভবনে ঢোকার সময় পরিচয়পত্র দেখানোর পাশাপাশি, এন্ট্রি করতে হবে খাতায়। নাম, কোন বিভাগের কর্মী লিখতে হবে। লিখতে হবে ফোন নম্বরও। মাঝে খেতে গেলে বা অন্য কোনও কাজে বেরোলেও পুলিশকে জানিয়ে যেতে হবে। আবার কাজ শেষে বেরনোর সময়ও এন্ট্রি করতে হবে খাতায়। (CV Ananda Bose)


সপ্তাহ দুয়েক আগে, রাজভবনের নর্থ গেট থেকে পুলিশ সরাতে বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মর্মে জারি করেছিলেন নির্দেশপত্রও। কিন্তু পুলিশ সাফ জানিয়ে দেয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পেলে সরবে না তারা। নর্থ গেটের ওই জায়গায় জনমঞ্চ তৈরির কথা বলেছিলেন রাজ্যপাল, যা করতে দেননি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। 


আরও পড়ুন: Sayantika Banerjee: 'শপথ নেবেন ২ বিধায়ক, শুধু আমাকে কেন ডাকছেন রাজ্যপাল'? সন্দিগ্ধ সায়ন্তিকা


সেই নিয়ে রাজ্য পুলিশের সঙ্গে রাজভবনের টানাপোড়েন চলছে বেশ কয়েক দিন ধরেই। সেই আবহেই এবার রাজভবনের কর্মীরা পুলিশের স্ক্য়ানারে চলে এলেন সেখানকার কর্মীরা। পুলিশের কড়া নজরদারি চলছে সেখানে। নিরাপত্তার ঘেরাোপ পেরিয়ে রাজভবনে প্রবেশ করতে এবং সেখান থেকে বেরোতে পারবেন তাঁরা। এ নিয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি রাজ্যপাল। পুলিশের তরফেও এ নিয়ে কিছু প্রতিক্রিয়া জানানো হয়নি।


পশ্চিমবঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন নয়। সম্প্রতি তাতে নয়া মাত্রা যোগ করেছে বিধায়কদের শপথগ্রহণ। উপনির্বাচনে বরানগর থেকে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় এবং ভগবানগোলা থেকে জয়ী রেয়াত হোসেন সরকারের শপথগ্রহণ হয়নি এখনও পর্যন্ত। রাজ্য়পাল রাজভবনে শপথবাক্য পাঠ করানোর দাবিতে অনড়। অন্য় দিকে বিধায়করা বিধানসভায় শপথ নিতে চান। দুই বিধায়কের শপথ নেওয়ার কথা থাকলেও, রাজ্যপাল শুধু তাঁকে ডেকে পাঠিয়েছেন বলে দাবি করেছেন সায়ন্তিকা। রাজভবনের এক মহিলা কর্মী এর আগে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন। তাই একা রাজভবনে যেতে তিনি ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।