কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : শিয়ালদা স্টেশনের পর এবার রাজাবাজার। ফের দাঁড়িয়ে থাকা গাড়িতে হঠাৎ আগুন। রাজাবাজারে ট্রাম ডিপো ও ভিক্টোরিয়া কলেজের মাঝের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লেগে যায়। সোমবার সকালে মাঝরাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িটি দাউদাউ করে জ্বলে ওঠে। যার জেরে মুহূর্তে ব্যস্ত এলাকায় ছড়ায় আতঙ্ক।


গাড়িতে আগুন লাগার প্রায় মিনিট দশেক পর এলাকায় এসে পৌঁছয় দমকল। যার মাঝে আগুনে ঝলসে যায় গাড়িটি। একে একে পর পর ফাটে গাড়ির চাকাগুলি। তীব্র চাকা ফাটার যে আওয়াজে এলাকায় তৈরি হয় তীব্র চাঞ্চল্য। কিছুটা সময় রাজাবাজারের ব্যস্ত রাস্তায় বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। ঘটনাস্থলে দমকল পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভায়। ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়।


স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রাজাবাজারের ব্যস্ত রাস্তায় ভিক্টোরিয়া কলেজ ও রাজাবাজার ট্রাম ডিপোর মাঝে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। গাড়িতে কেউ সেসময় ছিলেন না।  সাদা একটি স্করপিও গাড়ি দাউদাউ করে জ্বলতে দেখে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। বন্ধ হয়ে যায় ব্যস্ত রাস্তায় যান চলাচল। মিনিট দশেক ধরে গাড়িটি জ্বলে কার্যত ভস্মীভূত হয়ে যায়। আগুনের তাপ এতটাই বেশি ছিল যে পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। একের পর এক চাকা ফাটা শুরু হতে আতঙ্কে বন্ধ করে দেওয়া হয় ভিক্টোরিয়া কলেজের গেট। প্রায় মিনিট দশ গাড়িটিতে আগুন জ্বলার পর সেখানে পৌঁছয় দমকল। যারা আগুন নেভায়।


প্রসঙ্গত, দিন দশেক আগে শিয়ালদা স্টেশনের বাইরে পার্কিংয়ে দাঁড়ানো পুলিশের গাড়িতে আচমকা আগুন লেগে চাঞ্চল্য ছড়ায়। তবে সে সময় গাড়িতে কোনও পুলিশ কর্মী ছিলেন না। আগুনে ক্ষতিগ্রস্ত হয় পাশে দাঁড় করিয়ে রাখা ২টি মোটরবাইক। দমকলের ২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ১১টা নাগাদ ওই ঘটনা ঘটেছিল। 






আরও পড়ুন- জঙ্গলে পোড়া গাড়ি, ভিতরে পুড়ে কাঠ দেহ...কী হয়েছিল? তদন্তে পুলিশ