কলকাতা: ঘটনার ঘনঘটা। বারবার শিরোনামে আর জি কর হাসপাতাল (RG Kar Hospital)। সেখানে নৃশংস ঘটনার ১০০ দিন পেরিয়েছে। এখনও বিচার অধরাই। সুপ্রিম কোর্টের মামলা চলছে। এর মাঝে ফের খবরে আর জি কর হাসপাতাল। আচমকাই কেটে নিয়ে যাওয়া হয়েছে একাধিক গাছ। সুপারের অফিসের সামনে থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছে আশি বছরের পুরনো গাছ। হাসপাতাল কর্তৃপক্ষর নজরদারি ঘিরে প্রশ্ন। কার অনুমতিতে এবং কী প্রয়োজনে গাছ কেটে ফেলা হল, প্রশ্ন চিকিৎসকদের। আর জি কর হাসপাতালের নিউ সার্জারি ওটি-র ফলস সিলিং ভেঙে বিপত্তি। ফলস সিলিং ভেঙে পড়ায় অপারেশনের কাজ ব্যাহত। গত কয়েক মাস ধরে ফলস সিলিংয়ের অবস্থা খারাপ ছিল, অভিযোগ জুনিয়র চিকিৎসকদের।


সূত্রের খবর, গতকাল বুধবার হঠাৎ করেই আর জি কর হাসপাতাল থেকে বেশ কয়েকটি গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকদের অভিযোগ সুপারের অফিসের সামনে প্রাচীন একটি সোনাঝুরি গাছ ছিল। আচমকাই নাকি সেই গাছটি কেটে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ঠিক কোন কারণে এই গাছগুলো কাটা হল, তার কোনও সদর্থক উত্তর হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারেনি। চিকিৎসকদের অভিযোগ, প্রায় ৮০-১০০ বছরের এই গাছটি এখানে ছিলই। কিন্তু বুধবার সিআএসএফের কর্তব্যরত কর্মীদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে। গাছ কাটার পর কাণ্ডগুলোও উধাও হয়ে গিয়েছে। এছাড়া অ্য়াকাডেমিক বিল্ডিং ও হস্টেলের পেছনের অংশ থেকেও প্রচুর গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। অধ্যক্ষ ও সুপারের কাছে নাকি এই বিষয়ে জানতেও চেয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু তাঁদের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এমনকী সরকারিভাবে কোনও বিবৃতিও দেওয়া হয়নি।


যা জানা যাচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে গাছ কাটার কোনও অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তা সত্ত্বেও কেন ও কারা এই গাছ কাটল, তা নিয়েই প্রশ্ন উঠেছে। তবে হাসপাতালে যত গাছ ছিল সেগুলোর ডালপাল ছাটার কাজ নাকি বেশ কয়েকদিন ধরেই চলছিল।


এদিকে, বৃহস্পতিবার দুপুরে, ২টো নাগাদ সার্জারি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিউ সার্জারি ওটি-র ফলস সিলিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় কেউ আহত না হলেও, অস্ত্রোপচারের কাজ ব্যাহত হয়েছে। হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, নিউ সার্জারি ওটি-র ভয়ঙ্কর পরিস্থিতার কথা একাধিক বা জানানো হয়েছিল কর্তৃপক্ষকে। সংস্কারের কাজ শুরু হবে বলে জানানো হলেও, সেই কাজ শুরু হয়নি। সেই আবহেই এই বিপত্তি।