নয়াদিল্লি: নতুন ছবি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। শীর্ণ চেহারা দেখে উদ্বেগ ছড়ায়। সেই আবহে নিজের স্বাস্থ্য নিয়ে মহাকাশ থেকে এবার মুখ খুললেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস। তাঁর দাবি, মহাকাশে তাঁর ওজনে কোনও হেরফের ঘটেনি। কিন্তু শরীরে বেশ কিছু পরিবর্তন ঘটেছে। তবে চিন্তার কিছু নেই বলে অনুরাগীদের আশ্বস্ত করেছেন সুনীতা। (Sunita Williams)


NASA-র তরফে ভিডিও কলে সুনীতার সঙ্গে কথোপকথনের কিছু অংশ তুলে ধরা হয়েছে। সুনীতাকে তাতে বলতে শোনা যায়, "এখানে অনেক পরিবর্তন ঘটে। বেশ মজার ব্যাপার যে আমাকে নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, আমার ওজন কমে গিয়েছে এবং আরও কত কী...না, আমি আগের মতোই আছি। আমরা ওজন মেপে দেখি। যেদিন এখানে এসেছিলাম, সেই ওজনই রয়েছে বুচ এবং আমার। আমার শরীর একটু পাল্টে গিয়েছে বইকি, কিন্তু ওজন একই রয়েছে।" (NASA News)


যদিও যে ভিডিও তুলে ধরেছে NASA, তাতেও আগের তুলনায় সুনীতার চেহারায় ফারাক ধরা পড়েছে। তাঁর গাল ভিতরে ঢুকে গিয়েছে বলে দেখা গিয়েছে। যদিও সুনীতার বক্তব্য, "এখানে জিনিসপত্র এদিক ওদিক হয়। মহাকাশে শরীরের তরলও অন্যত্র সরে যায়। শরীরের তুলনায় মাথা বড় দেখায়। আমরা বেশ কয়েক মাস এখানে রয়েছি, শরীর চর্চা করছি। বাইক, ট্রেডমিল, ভারোত্তলোনের সরঞ্জাম রয়েছে আমাদের কাছে। আমার মনে হয়, ভারোত্তলনই আমার মধ্যে পরিবর্তন এসেছে। আমার উরু আগের চেয়ে আকারে বেড়েছে। স্কোয়াট করি, ট্রেডমিলে দৌড়ই। কোমর এবং পায়ের হাড় মজবুত রাখতেই এসব করছি। আমার শরীর কিছুটা পাল্টে গিয়েছে, কিন্তু ওজন একই রয়েছে।"



আটদিনের অভিযানের জন্য গত ৫ জুলাই মহাকাশের উদ্দেশে রওনা দেন সুনীতা এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। কিন্তু কয়েক দিন পেরিয়ে, কয়েক সপ্তাহ এবং কয়েক মাস পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মহাকাশ থেকে পৃথিবীতে ফেরা হয়নি সুনীতা এবং ব্যারির। যে Boeing Starliner মহাকাশযানে চেপে তাঁরা মহাকাশে পৌঁছন, সেটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় মহাকাশে আটকে রয়েছেন তাঁরা।


সেই অবস্থাতেই সম্প্রতি আন্তর্জাতিক স্পেস স্টেশন থকে সুনীতা এবং ব্যারির একটি ছবি সামনে আসে। ছবিতে দেখা যায়, দু'জনেরই চেহারা ভেঙে গিয়েছে। বিশেষ করে সুনীতার শীর্ণ চেহারা নজর কাড়ে সকলের। মুখ একেবারে শুকিয়ে ছোট হয়ে গিয়েছে বলে ধরা পড়ে। তাঁকে আগের চেয়ে অনেক দুর্বলও দেখায়। ওই ছবি ঘিরে উদ্বেগ দেখা দেয়। গোড়াতে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া না জানালেও, NASA-র এক কর্মী জানান, সুনীতার স্বাস্থ্য নিয়ে NASA-ও উদ্বিগ্ন। NASA-র চিকিৎসকরা পৃথিবী থেকেই সুনীতার চিকিৎসা শুরু করেছেন।