সন্দীপ সরকার, কলকাতা : অনশনরত অনিকেতের অবস্থা 'সঙ্কটজনক'। জানিয়েছেন চিকিৎসকরা।  লিভার ঠিকমতো কাজ করছে না বলে আশঙ্কা। সেই সঙ্গে কিডনির সমস্যাও রয়েছে। আগে থেকেই রক্তচাপ সংক্রান্ত সমস্যা ছিল অনিকেতের। তার জেরেই বেড়েছে জটিলতা। সিসিইউতে ডাক্তারদের কড়া নজর অনিকেতের উপর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা। 


মহাষ্টমীর সন্ধেয় ধর্মতলার অনশন মঞ্চে মহা সমাবেশের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। এই সমাবেশে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সমাবেশের পর বিভিন্ন জায়গায় বিলি করা হবে জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি-সম্বলিত লিফলেট।


অন্যদিকে, পুজো মণ্ডলে স্লোগান দেওয়ার অভিযোগে ধৃত ৯ জনের পরিবারের পাশে থাকার বার্তা দিতে আজ তাঁদের বাড়িতে যাবেন জুনিয়র ডাক্তাররা। সোদপুরে নিহত চিকিৎসকের বাড়ির সামনে ধর্নায় বসেছেন মা-বাবা। আজ সেখানেও যাবেন জুনিয়র ডাক্তাররা।  


১০ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের অনশনের ৫ দিন পার হয়ে গিয়েছে।  ধর্মতলার ধর্নামঞ্চে আসছেন একের পর এক সিনিয়র চিকিৎসকরা। শুক্রবারই আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে আসছেন IMA-র সর্বভারতীয় সভাপতি আর ভি অশোকন। বিকেলে ক্রিক রো-র IMA-র অফিসে সাংবাদিক বৈঠক করবেন তিনি। অন্যদিকে, অনশনরত জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সিনিয়র চিকিৎসকরা। অষ্টমীর সকালে তাঁদের অনেকেই এসেছেন ধর্মতলার ধর্নামঞ্চে। জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানাতে সাধারণ মানুষও  ধর্নামঞ্চের পাশেই প্রতীকী অনশন করছেন। তাঁদেরও মহা সমাবেশে পাশে থাকার ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।  


ইতিমধ্যেই  প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে আইএমএ বেঙ্গল শাখার তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাঁদের তরফে বার্তা দেওয়া হয়েছে,  'জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন চলছে, অনশনরত চিকিৎসকরা অসুস্থ হয়ে পড়ছেন। সমগ্র চিকিৎসক সমাজকে চিন্তিত ও আশঙ্কিত করে তুলেছে। প্রশাসন বাড়তি উদ্যোগ নিয়ে অনতিবিলম্বে সমাধানে সচেষ্ট হোন। না হলে চরম পদক্ষেপ নেওয়া ছাড়া চিকিৎসক সমাজের আর কোনও উপায় অবশিষ্ট থাকবে না'  


সবমিলিয়ে চাপ বাড়ছে সরকারের উপর। এখন কি মীমাংসার পথে এগোবে সরকার ? বলবে সময়। 


আরও পড়ুন- খালি পেটে এই ফলের রস খাচ্ছেন তো? ভাল থাকবে চুল-ত্বক, কমবে সর্দি-কাশি, এমনকি পেটের সমস্যাও 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।