নয়াদিল্লি: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA WC Qualifiers) ম্যাচে চিলিকে হারাল ব্রাজিল (Chile vs Brazil)। দুরন্ত ফুটবল না খেললেও, একেবারে শেষ মুহূর্তের গোলে পিছিয়ে পড়েও জয় পেল সেলেসাওরা। পরিবর্ত হিসাবে মাঠে নামা লুইস এনরিকে ৮৯তম মিনিটে গোল করে ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেন।  


নিজেদের গত ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে হতাশাজনকভাবে হারের মুখ দেখতে হয় ব্রাজিলকে। এই ম্যাচের শুরুটাও কিন্তু একেবারেই ভালভাবে করতে পারেনি রেকর্ড বিশ্বচ্যাম্পিয়নরা। এডুয়ার্ডো ভার্গাসের গোলে একেবারে শুরুর দিকেই পিছিয়ে পড়ে সেলেসাওরা। ফিলিপে লয়লার ক্রস থেকে দ্বিতীয় মিনিটে আসে গোলটি। এরপরেই চিলি প্রচুর গোলের সুযোগ পায় বটে। তবে তা নষ্টই হয়। তার মাশুলও গুনতে হয়। ম্যাচের প্রথমার্ধ শেষের আগেই ব্রাজিল ম্যাচে সমতায় ফেরে। 


ডান দিক থেকে স্যাভিনহোর দুরন্ত রান থেকে ইগর জেসুস অনবদ্য এক হেডারে বল জালে জড়িয়ে দেন। ম্যাচে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধের পুরোটাই নিয়ন্ত্রণ করে ব্রাজিল। জেসুসেরই বোটাফাগো সতীর্থ লুইস এনরিকে দলের হয়ে জয়সূচক গোলটি করেন। বক্সের একদম ধার থেকে বাঁক খাওয়ানো শটে গোল করেন এনরিকে। এই জয়ের সুবাদে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চারে উঠে এল ব্রাজিল। তাঁরা আপাতত উরুগুয়ের থেকে দুই ও আর্জেন্তিনার আট পয়েন্ট পিছিয়ে।


ইনিয়েস্তার বিদায়


আট নম্বর জার্সি পরে দীর্ঘদিন মাঠ কাঁপিয়েছেন ইনিয়েস্তা। বিশ্ব ফুটবলে হয়তোই কোনও ট্রফি আছে যা তিনি জেতেননি। তবে আট অক্টোবরেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। বহুদিনই বার্সেলোনা ছেড়েছেন মেসি। তারও আগে বিদায় নিয়েছিলেন ইনিয়েস্তা। দুইজনে কার্যত দুই গোলার্ধে দীর্ঘদিন ঘরে ফুটবল খেলেছেন। তবে তাঁদের বন্ধুত্ব অটুট রয়েছে। তাই বন্ধুর বিদায়ে স্বাভাবিকভাবেই আবেগঘন মেসি


নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'এমন একজন সতীর্থ যার খেলা জাদুর মতোই ছিল এবং যার পাশে খেলাটা আমি বরাবর উপভোগ করে এসেছি। বলটা তোমায় মিস করবে এবং আমরাও যে তোমায় মিস করব, তা বলাই বাহুল্য। তোমার জন্য সবসময় আমার তরফে অনেক শুভেচ্ছা। তুমি ফেনোমেনান।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সুইমিং পুলে ডুবে প্রাক্তন প্রিমিয়ার লিগ তারকার আকস্মিক মৃত্যু