সন্দীপ সরকার, কলকাতা : সার্জিকাল গ্লাভস, সিরিঞ্জ, চোখের চিকিত্‍সার একাধিক প্রয়োজনীয় ওষুধ, এমনকী প্যারাসিটামলের ভাঁড়ার শূন্য। 6 মাস ধরে ওই ওষুধপত্র ও সরঞ্জামের সঙ্কট চলছে কলকাতার রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজিতে। চোখের চিকিত্‍সার ওই হাসপাতালে বন্ধ ওষুধ, গ্লাভস, সরবরাহ। তীব্র সমস্যার কথা জানিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি লিখেছে কর্তৃপক্ষ।



সরঞ্জাম ও ওষুধের সঙ্কটে ভুগছে কলকাতার একমাত্র চোখের চিকিত্‍সার সরকারি উত্‍কর্ষকেন্দ্র রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি বা RIO।  এক দু’দিন নয়, সঙ্কট চলছে গত ৬ মাস ধরে। প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধের সরবরাহ পুরোপুরি বন্ধ প্রায় ২ মাস । যে সব সংস্থা হাসপাতালে  সরঞ্জাম ও ওষুধপত্র সরবরাহ করত, তারা সরবরাহ বন্ধ করে দিয়েছে। বার বার তাগাদা দিয়েও ফল হয়নি বলে দাবি RIO কর্তৃপক্ষের।  জরুরি ওষুধের আকালে রোগীরা পড়েছেন বিপাকে।  হাসপাতালে বিনামূল্যে যে ওষুধ পাওয়ার কথা তা মিলছে না। কিনতে হচ্ছে বাইরে থেকে। রোগীদের অভিযোগ, জ্বরের ওষুধটুকুও মিলছে না। 


পরিস্থিতি এমনই যে, করোনা আবহে কার্যত বিনা গ্লাভসে গত দুমাস ধরে ডিউটি করতে হচ্ছে এখানকার চিকিত্‍সক, নার্স, স্বাস্থ্যকর্মীদের।  সঙ্কটের কথা জানিয়ে স্বাস্থ্যভবনকে চিঠি দিয়েছে RIO কর্তৃপক্ষ।  আরআইও অধিকর্তা অসীমকুমার ঘোষ জানালেন, সরবরাহকারী সংস্থা জিনিসপত্র পাঠাচ্ছে না।


RIO-র মতো প্রতিষ্ঠানে নেই এর তালিকা বেশ দীর্ঘ।  RIO সূত্রে খবর, গ্লুকোমার চিকিত্‍সায় প্রয়োজনীয় ২টি আই ড্রপ। ড্রাই আই- এর চিকিত্‍সার জন্য কৃত্রিম চোখের জলের ড্রপ। প্যারাসিটামল ট্যাবলেট। চোখের সংক্রমণের চিকিত্‍সার জন্য প্রয়োজনীয় ওষুধ । ইঞ্জেকশনের বিভিন্ন সিরিঞ্জ।  সার্জিকাল গ্লাভস।  এতদিন হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে ওষুধপত্র কিনে চালাচ্ছিলেন। এখন সেই তহবিলও ফাঁকা।   


এমনকী কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস প্রকল্পের থেকে পাওয়া টাকাও ফুরিয়েছে।  এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবনের দিকেই সঙ্কট সমাধানের জন্য তাকিয়ে রয়েছে RIO। রোগীরাও চিন্তায় কবে এই সমস্যার সমাধান হবে।