কলকাতা: চেন্নাই (Chennai) থেকে জবাব দিয়ে দিয়েছিল। ফেরায়নি আর এন টেগোর হাসপাতাল (Rabindranath Tagore Hospital)। কৃত্রিম যন্ত্রের মাধ্যমে ৩৭দিন সচল রাখা হল রোগীর হৃদযন্ত্র। তারপর, সফল হৃত্‍পিণ্ড প্রতিস্থাপন (Heart Transplant)। সুস্থ রয়েছেন অঙ্গ গ্রহীতা। এই ঘটনা রাজ্যে প্রথম বলে দাবি, হাসপাতালের চিকিত্‍সকদের।


৩৭ দিন ধরে লড়াই। এতগুলো দিন যন্ত্রের সাহায্যে সচল রাখা হয়েছিল হৃদপিণ্ড। অবশেষে সফল প্রতিস্থাপন। নতুন জীবন ফিরে পেলেন, বছর ৩৭-এর যুবক। হাওড়ার শ্যামপুরের বাসিন্দা, সুকুমার মণ্ডল। আচমকাই আক্রান্ত হন হৃদরোগে। পরিজনরা চিকিত্‍সার জন্য নিয়ে যান দক্ষিণ ভারতে। 


পরিবারের বক্তব্য, সেখানে চিকিত্‍সকরা কোনও আশার আলো দেখাতে পারেননি। ফিরে আসার পর ক্রমশ স্বাস্থ্যের অবনতি হতে থাকায়, সুকুমার মণ্ডলকে আরএন টেগোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ৩৭ দিন ধরে BiVAD যন্ত্র দিয়ে সচল রাখা হয় রোগীর হৃদপিণ্ড। 


হাসপাতালের দাবি, যা কিনা পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতে এই প্রথম। সম্প্রতি, নিউ ব্যারাকপুর পুরসভার কর্মী, বছর ৪৯-এর এক ব্যক্তির ব্রেন ডেথ হয়। গত ৭ তারিখ, তাঁরই হৃদপিণ্ড প্রতিস্থাপিত হয় হাওড়ার শ্যামপুরের সুকুমার মণ্ডলের শরীরে। 


অঙ্গ গ্রহীতা সুকুমার মণ্ডলের কথায়, ওনাদের আশীর্বাদে নতুন জীবন ফিরে পেলাম। রোগীর আত্মীয় পিঙ্কু শর্মা বলছেন, ডাক্তার বলে আর রেস্টোর করা যাবে না। আশা ছেড়ে দিয়েছিলাম।' 


মউ স্বাক্ষরিত হল রুবি হাসপাতালের: উল্লেখ্য গত ১৫ জুলাই অঙ্গ প্রতিস্থাপনে বহু বছরের অভিজ্ঞতা রয়েছে, চেন্নাইয়ের এরকম হাসপাতালের সঙ্গে মউ স্বাক্ষরিত হল রুবি হাসপাতালের। লিভার প্রতিস্থাপনের জন্য, রুবি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। খুব তাড়াতাড়ি প্রতিস্থাপন শুরু হবে রুবি হাসপাতালে। 


আরও পড়ুন: Fraud Case: কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২


এবার রুবি হাসপাতালেই হবে লিভার ট্রান্সপ্লান্ট! অঙ্গ প্রতিস্থাপনে বহু বছরের  অভিজ্ঞতা রয়েছে, চেন্নাইয়ের Gleneagles Global Health City হাসপাতালের। সেই হাসপাতালের সঙ্গে এবার মউ স্বাক্ষরিত হল রুবি হাসপাতালের।