ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয়ে ভুয়ো ই মেল আইডি বানিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টার অভিযোগ। নদিয়ার রানাঘাটে তল্লাশি চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের পুলিশ।  


ভুয়ো IAS, ভুয়ো IPS, ভুয়ো CBI অফিসারের পর এবার কলকাতা পুরসভার সেক্রেটারির ভুয়ো পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ। নদিয়ার রানাঘাট থেকে ২ জনকে গ্রেফতার করল লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ। কলকাতা পুরসভা সূত্রে খবর, দিনকয়েক আগে তাদের কাছে অভিযোগ আসে, পুরসভার সেক্রেটারি পরিচয়ে এক ব্যক্তি চাকরি দেওয়ার নামে টাকা আদায়ের কারবার ফেঁদেছে। অভিযুক্ত পুরসভার সেক্রেটারির ভুয়ো ইমেল আইডি তৈরি করেছে। অভিযোগ, সেই ইমেল আইডি ব্যবহার করে বিভিন্ন জনকে চাকরি দেওয়ার আশ্বাস দিচ্ছে। বিনিময়ে চাইছে টাকা।   


অভিযোগকারীদের সন্দেহ হওয়ায় তাঁরা যোগাযোগ করেন পুরসভার সঙ্গে। পুরসভা এই অভিযোগ পেয়ে বিষয়টি লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে জানায়। পুলিশ সূত্রে খবর, IP অ্যাড্রেসের সূত্র ধরে গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। এই চক্রে আরও কেউ জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিশ। 


এদিকে, পুলিশ পরিচয়ে বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। শিলিগুড়ির বাঘাযতীন কলোনি থেকে গ্রেফতার ৩, আটক ১৮। ধৃতদের ৩ জনই প্রতারণা চক্রের পাণ্ডা। বাকি ১৮ জন প্রতারণা চক্রের শিকার। পুলিশ সূত্রে খবর, গতকাল বাঘাযতীন কলোনির মাঠে পুলিশের পোশাক পরে প্রশিক্ষণ চলছিল। দেখে সন্দেহ হয় এক পুলিশ কর্মীর। প্রধাননগর থানায় খবর দিলে পুলিশ এসে সন্দেহভাজনদের আটক করে। ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় ২১ জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পোশাক, টুপি ও বেল্ট।


পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গ্রুপ ডি পদে চাকরির জন্য সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করল নাগেরবাজার থানার পুলিশ। চাকরি-প্রতারণা চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।


আরও পড়ুন- লোন শোধের পরও হুমকি, 'টাকা না দিলে খুন', অভিনব কৌশলে 'প্রতারণা'