কলকাতা: রাতের শহরে ফের গতির শিকার এক ব্যক্তি। মা উড়ালপুলে (Maa Flyover) বেপরোয়া গতিতে তিনি মোটর সাইকেল (Motorbike Accident) ছোটাচ্ছিলেন বলে অভিযোগ। উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে গিয়ে তাঁর মৃত্যু (Death) হয়েছে বলে জানা গিয়েছে (Road Accident)। গুরুতর আহত অন্য আর এক জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি।


মা উড়ালপুলে ভয়ঙ্কর দুর্ঘটনা


শুক্রবার রাতে মা উড়ালপুল এবং এজেসি বসু রোডের সংযোগ স্থলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, সায়েন্স লিটির দিক থেকে এজেসি বোস রোড উড়ালপুলে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড ওয়ালে ধাক্কা মারে মোটর সাইকেলটি।



আরও পড়ুন: Jhalda: আজ ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে তলব সিবিআইয়ের, থানাতেই জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। Bangla News


দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে, মোটর সাইকেলের পিছনের আসনে বসে থাকা ব্যক্তি উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে যান বলে জানিয়েছে পুলিশ। বেঘোরে মৃত্যু হয়েছে তাঁর। মোটর সাইকেলের চালকের আসনে বসে থাকা ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অবস্থা আশঙ্কাজনক।


রাতের শহরে মোটর সাইকেল দুর্ঘটনা


বেপরোয়া গতিতে মোটর সাইকেল ছোটানোতেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।কিন্তু রাতের শহরে মা উড়ালপুলে মোটর সাইকেল ওঠা নিষিদ্ধ রয়েছে। তাই মোটর সাইকেলটি কী ভাবে নজর এড়িয়ে উড়ালপুলে উঠল, তা নিয়ে প্রশ্ন উঠছে।