সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: প্রয়াত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর (Tapan Kandu Murder) হত্যা নিয়ে কাঠগড়ায় পুলিশের ভূমিকা। তার মধ্যেই ঝালদা পুরসভার বোর্ড (Jhalda Municipal Corporation Board) গঠনের দিন গন্ডগোলের ঘটনায় চার জন কংগ্রেস (Congress) নেতা-কাউন্সিলর, কর্মী এবং প্রায় ২৫০ সমর্থকের বিরুদ্ধে মামলা রুজু করল ঝালদা থানার পুলিশ।


পুরবোর্ড গঠনের দিন ঝামেলার জেরে মামলা


ঝালদার ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়ালের বিরুদ্ধেও রুজু হয়েছে মামলা। ১৪৪ ধারা ভঙ্গ-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেছে ঝালদা থানার পুলিশ। মঙ্গলবার ঝালদা পুরসভার বোর্ড গঠনের আগে কংগ্রেসের কালা দিবস পালন ঘিরে ধুন্ধুমার বাধে। পুলিশের ব্যারিকেড ভেঙে দেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। পাল্টা পুলিশি নিগ্রহের পাল্টা অভিযোগ তোলেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী।


আরও পড়ুন: TMC: 'বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন', অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে প্রতীকী অবরোধ তৃণমূলের। Bangla News


ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে তৎপর সিবিআই। সূত্রের খবর, তপন কান্দু খুনের ঘটনায় বৃহস্পতিবার ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে তলব করা হয়েছে। তার আগে ঝালদায় আসছেন সিবিআইয়ের ডিআইজি। আইসি-কে থানাতেই জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। অন্যদিকে, তপন কান্দু খুনে পুলিশের হাতে গ্রেফতার হওয়া চার অভিযুক্তকে আজ হেফাজতে নিতে পারে সিবিআই, খবর সূত্রের।


ঝালদা কাণ্ডেও তদন্তে সিবিআই


ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে শুক্রবার নিহতের বাড়িতে যায় সিবিআই (CBI)। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার জন্য রাতে রামপুরহাট থেকে দু’জন বিশেষজ্ঞকে ঝালদা থানায় নিয়ে আসে সিবিআই।


খুনের দু’দিন আগে ১১ই মার্চ তপন কান্দুকে ঝালদা থানায় ডেকে পাঠানো হয়েছিল। সূত্রের খবর, সেই বিষয়ে তথ্য সংগ্রহ করতেই সিসি ক্যামেরার ফুটেজ চায় সিবিআই। এ ছাড়াও থানায় কার কার যাতায়াত ছিল, সেই বিষয়েও তথ্যের খোঁজ করছেন গোয়েন্দারা।