কলকাতা: রাতের কলকাতায় ফের বেপরোয়া গতি। মেট্রোপলিটনের কাছে ডিভাইডার ভেঙে বিপরীত লেনে ঢুকল গাড়ি। ধাক্কা মারল উল্টোদিক থেকে আসা গাড়ির সঙ্গে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সোয়া দশটা নাগাদ বেপরোয়াভাবে সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটামুখী একটি গাড়িতে ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম। প্রত্যক্ষদর্শী সূ্ত্রে দাবি, গাড়িটি চালাচ্ছিলেন হাকিমুলই। মেট্রোপলিটনের কাছে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে উল্টোদিক থেকে আসা অপর একটি গাড়ির সঙ্গে ধাক্কা মারে। পুলিশ বেপরোয়া গাড়িটিকে আটক করেছে। আরাবুল-পুত্র হাকিমুলকে প্রগতি ময়দান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রগতি ময়দান থানায় পৌঁছোলেন আরাবুল ইসলাম।  


দুদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন আরাবুল। 'তাজা নেতা' হিসাবে যিনি রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিলেন। ধর্ষণে অভিযুক্ত ভাঙড়ের তৃণমূল নেতাকে বাঁচাতে পুলিশের উপর চাপ সৃষ্টি করছেন শাসকদলের আরাবুল ইসলাম এবং কাইজ়ার আহমেদ জুটি, মঙ্গলবার এই অভিযোগ করেছিল বিজেপি। যদিও কাইজ়ারের পাল্টা দাবি, তাঁরা ন্যায়বিচারের জন্য থানায় গিয়েছিলেন। কারণ, অভিযুক্ত নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করানোর নেপথ্যে তৃণমূলের অন্য গোষ্ঠীর হাত রয়েছে। সব মিলিয়ে তুঙ্গে উঠেছিল রাজ্য রাজনীতি। তারই মাঝে এবার বিতর্কে জড়ালেন আরাবুলের ছেলে।


প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন রাত প্রায় সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, গাড়ির গতি অনেকটাই বেশি ছিল। স্থানীয় সূত্রে খবর, আরাবুল ইসলামের ছেলে যে গাড়িটিতে ছিলেন, সেটি দ্রুত গতিতে লেন পরিবর্তন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইএম বাইপাসের গার্ডরেল ভেঙে, গার্ডরেল টপকে অপর দিকে চলে আসে। সেই সময় উল্টোদিক থেকে একটি ছোট চারচাকার গাড়ি আসছিল এবং সেই গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। দুটি গাড়িরই সামনের দিকটি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। চিংড়িঘাটার দিক থেকে সায়েন্সসিটির দিকে আসা গাড়ির চালক জানাচ্ছেন, উল্টোদিক থেকে আসা গাড়িটির গতি বেশি ছিল।


পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে গাড়িগুলিকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে গিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। তবে যেভাবে গাড়ি দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে সংঘর্ষের অভিঘাত যথেষ্ট বেশি ছিল বলেই অনুমান করা হচ্ছে। সব দিক খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। তবে রাতের কলকাতায় ফের এমন পথ দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই কিছুটা হলেই আতঙ্কিত পথচলতি মানুষজন।