সঞ্চয়ন মিত্র ও সৌমিত্র রায়, কলকাতা: কলকাতার (Kolkata) নিরাপত্তা জোরদার করতে একাধিক উদ্যোগ নিল লালবাজার (Lalbazaar)। তিন হাজার সিসি ক্যামেরা বসানো হচ্ছে শহর জুড়ে। থানায় থানায় রাখা হচ্ছে মোটর বাইক। মত্ত অবস্থায় গাড়ি চালানো রুখতেও নতুন উদ্যোগ নিয়েছে  পুলিশ।


লক্ষ্য, আরও জোরদার করা শহরবাসীর নিরাপত্তা। অপরাধ রুখতে, শহরজুড়ে বসছে ৩ হাজার সিসি ক্যামেরা। কলকাতার অলিগলি মুড়ে ফেলা হচ্ছে ক্যামেরার নজরদারিতে। ভারত চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে শিল্পপতিদের মুখোমুখি হয়ে একথা জানালেন কলকাতার পুলিশ কমিশনার।


বিনীত গোয়েলের বয়ান: কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, কয়েকমাসের মাসের মধ্যেই ১ হাজার ক্যামেরা লাগানো হয়ে যাবে। বাকিটা কয়েকমাসে লাগানো হবে।


নারী সুরক্ষা জোরদার করতে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে কলকাতায় বিভিন্ন থানায় রাখা হবে ৫০ টি বাইক। শহরে প্রায়শই মত্ত অবস্থায় গাড়ির চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে। তাই এবার মত্ত অবস্থায় গাড়ি চালানো রুখতে নতুন উদ্যোগ নিল লালবাজার। 


এ দিকে, অন্যান্য অপরাধের সঙ্গে বাড়ছে সাইবার অপরাধও। অনলাইনে আর্থিক লেনদেন যত বাড়ছে, ততই যেন চওড়া হচ্ছে অন্তরালে থাকা সাইবার প্রতারকদের হাত। এই পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক থাকতে বললেন পুলিশ কমিশনার। 


নিরাপত্তার কড়াকড়ি সাগরে: অন্যদিকে গঙ্গাসাগরেও কড়াকড়ি নিরাপত্তা গঙ্গাসাগরে। রবিবার থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2023)। নিরাপত্তার কথা মাথায় রেখে মেলা চত্বরকে মুড়ে ফেলা হয়েছে ওয়াচ টাওয়ারে (Watch Tower)। বাবুঘাট (Babughat) থেকে সাগরদ্বীপ (Sagar) পর্যন্ত বসানো হয়েছে এগারশো সিসি ক্যামেরা (CCTV Camera)। ড্রোনের (Drone Survillence) সাহায্যে আকাশপথে ও স্পিড বোটের (Spped Boat) সাহায্যে জলপথেও চলবে নজরদারি। প্রশাসন সূত্রে খবর, এবারই প্রথম গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হবে রাজ্য সরকারের (West Bengal Government) বিশেষ শংসাপত্র।


যতদূর চোখ যায় সাধুসন্ত-পুণ্যার্থীদের ভিড়। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও জলে ডুব দিয়ে পুণ্য় সঞ্চয়। সাগর মেলার চেনা ছবি। ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে গঙ্গাসাগর মেলা। রবিবার থেকে মেলা শুরু হলেও,  পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে, বাবুঘাট থেকে সাগরদ্বীপ পর্যন্ত বসানো হয়েছে এগারশো সিসি ক্যামেরা।


ড্রোনের সাহায্যে আকাশপথে ও স্পিড বোটের সাহায্যে জলপথে থাকছে নজরদারির ব্যবস্থা। মেলা চত্বরে থাকছে হাইটেক মেগা কন্ট্রোল রুম, যেখানে ৫২টি LED টিভি ও ১টি সুবিশাল LED স্ক্রিনের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখা হবে। এছাড়াও মেলা চত্বরে থাকা ওয়াচ টাওয়ারের সাহায্যে ভিড়ের ওপর নজরদারি চালানো হবে।