কলকাতা: অবিলম্বে নিয়োগের দাবিতে বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে প্রাথমিকে প্রশিক্ষিত চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পিটিটিআই (PTTI) চাকরিপ্রার্থীদের। কয়েকজনকে আটক করে পুলিশ। অভিযোগ, বাম আমলে প্রাথমিকে শিক্ষক পদে প্রশিক্ষণ নিলেও, দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও নিয়োগ হয়নি। আদালতে ঝুলছে মামলা। এর প্রেক্ষিতে আজ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেনড টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। অবিলম্বে নিয়োগের দাবি জানানোর পাশাপাশি, বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিকাশ ভবনে (Bikash Bhawan) চাকরি-দুর্নীতি (Job Scam) হয়েছে। শিক্ষকদের ডিএ দিতে না পারলেও, তৃণমূল সরকার খেলা-মেলায় ব্যস্ত বলে পিটিটিআই চাকরিপ্রার্থীদের দাবি।
অন্যদিকে ১৩ বছর আগে পাস করলেও, নিয়োগ না হওয়ার অভিযোগে বালিগঞ্জে দক্ষিণ ২৪ পরগনা (North 24 Pargana) প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। প্রাথমিকে চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০০৯ সালে পরীক্ষায় পাস করলেও, আদালতে মামলা বিচারাধীন থাকার কারণ দেখিয়ে তাঁদের নিয়োগ নিয়ে টালবাহানা চলছে। অবিলম্বে নিয়োগের দাবি জানিয়ে এদিন বালিগঞ্জে দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।
সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ: স্কুলের পোশাক নীল-সাদা করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কোচবিহার শহরে পথে নামল ৩টি স্কুলের পড়ুয়া ও প্রাক্তনীরা। মিছিল করে জেলাশাসকের দফতরে গিয়ে দেখানো হয় বিক্ষোভ, জমা দেওয়া হয় ডেপুটেশন। এদিকে বকেয়া রয়েছে ৩১ শতাংশ ডিএ। তা মেটানোর দাবিতে, আজ বিভিন্ন জায়গায় ২ ঘণ্টার কর্মবিরতি পালন করল বিভিন্ন সরকারি কর্মী সংগঠন। বিকাশভবন, খাদ্যভবন থেকে কলকাতা হাইকোর্ট, NRS হাসপাতাল। বকেয়া DA-এর দাবিতে আন্দোলনে সামিল হলেন অনেকে।
দিল্লিতেও একই ছবি। নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল দিল্লি (Delhi) বিধানসভা (Assembly)। একে অপরের দিকে দুর্নীতির অভিযোগ তুলে বিধানসভা চত্বরে রাতভর অবস্থান বিক্ষোভে সামিল শাসকদল আম আদমি পার্টি ও বিরোধী বিজেপি (BJP)। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনার বিরুদ্ধে ১৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করেছে আপ। অন্যদিকে, কেজরিওয়াল মন্ত্রিসভা থেকে উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া ও আরেক মন্ত্রী সত্যেন্দ্র জৈনের অপসারণের দাবিতে সরব হয়েছেন বিজেপি বিধায়করা।
আরও পড়ুন: Jay Prakash Majumdar: 'সাধু সাজছে বিজেপি', দিলীপের মঞ্চ থেকে মহিলাকে মারের ঘটনায় বিস্ফোরক জয়প্রকাশ