রঞ্জিৎ সাউ, কলকাতা: সল্টলেক সেক্টর ফাইভে ওয়েবেল মোড়ে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা। সল্টলেক সেক্টর ফাইভ এর ওয়েবেল মোড়ে বাসের ধাক্কায় মহিলা পথচারীর মর্মান্তিক মৃত্যু।  

বারাসাত সাঁতরাগাছি রুটের বাস যখন বারাসাতের দিকে যাচ্ছিল সেক্টর ফাইভ হয়ে সেই সময় ধাক্কা মারে বলে অভিযোগ এরপরেই হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়েছে বলে খবর। তরুণীর মাথার ওপর দিয়ে চলে যায় বাস! অল্প সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি তরুণীকে। 

শনিবার সকাল ১০টা নাগাদ সাঁতরাগাছি-বারাসত রুটের একটি বাস ওয়েবেল মোড় দিয়ে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার একপাশ দিয়েই হাঁটছিলেন ওই তরুণী। তাঁকে পিছন থেকে ধাক্কা মারে বাসটি। মাথার ওপর দিয়ে চাকা চলে যায় তাঁর। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে ট্রাফিক পুলিশ এবং অন্যান্য স্থানীয় লোকজন। ঘটনার জেরে এলাকায় কিছুক্ষণের জন্য প্রবল যানজটের সৃষ্টি হয়৷ পথচারীরাও ছুটে আসেন৷ 

ঘটনাস্থলে নব দিগন্ত ট্রাফিক গার্ড এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। বাস এবং বাসের চালক আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণী ধাপা মাঠপুকুরের বাসিন্দা। তাঁর বাড়িতে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে। 

সম্প্রতিও সল্টলেক সেক্টর ফাইভ এলাকায় পথ দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসে। দু-চাকা বা চারচাকা গাড়িও বেশ গতিতে চলে।                                       

কিছু দিন আগে ফের মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা ঘটেছিল। গুরুতর আহত হন অ্যাপ বাইক চালক ও আরোহী। পুলিশ সূত্রে খবর, অ্যাপ বাইকে চড়ে  হাওড়ার ডোমজুড় থেকে সল্টলেকের তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরির পরীক্ষা দিতে আসছিলেন এক তরুণী। মা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইক। বাইকের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়।                                         

তরুণীর হেলমেট খুলে গিয়ে উড়ালপুল থেকে নীচে ছিটকে পড়ে। গুরুতর আহত অ্যাপ বাইক চালককে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তরুণী রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বাইকের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।