পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: এবার কলকাতায় সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে উত্তেজনা ছড়াল। গার্ডেনরিচে মার খেল পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। গার্ডেনরিচের পাহাড়পুর রোডের বাঁধাবটতলা এলাকায় শোভাযাত্রা যাওয়ার সময় গন্ডগোল বাধে। 


পরিস্থিতি সামাল দিতে গেলে গার্ডেনরিচ থানার সাব ইনস্পেক্টর অরুণ মাইতি ও মহিলা সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত SI ও সিভিককে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রবীন্দ্রনগর থানা এলাকার শিবনগর ইয়ং স্টার ক্লাবের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ। পুলিশকে মারধর, সরকারি কর্মীদের কাজে বাধা-সহ একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।  


 


অন্যদিকে, সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল কৃষ্ণনগরের ঘূর্ণির দুটি ক্লাব। মাথা ফাটল ২ জনের। সংঘর্ষে আহত হন ৫ জন। তাঁদের মধ্যে ৩ জন শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। দেরিতে আসার অভিযোগে পুলিশের সঙ্গে বচসায় জড়ান দাসপাড়া বারোয়ারির সদস্যরা। ধাক্কাধাক্কিও হয়। 


জানা গিয়েছে, গন্ডগোলের সূত্রপাত গতকাল রাত ১টা নাগাদ। অভিযোগ, বিসর্জনের প্রস্তুতি নেওয়ার সময় দাসপাড়া বারোয়ারি ক্লাবের সদস্যদের ওপর চড়াও হন তুফান সঙ্ঘের সদস্যরা। বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আসার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। থানায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে