ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: শিয়ালদা (Sealdah) ডিভিশনের এক রেলকর্মী কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে (Omicron) আক্রান্ত হয়েছেন বলে রেল সূত্রে দাবি। আক্রান্ত ওই ব্যক্তিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেল সূত্রে খবর, কয়েকদিন আগে সিগন্যাল ও টেলিকম বিভাগের ওই কর্মী কোভিডে আক্রান্ত (Covid Positive) হন। এরপর তাঁর ওমিক্রন পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। অন্যদিকে, রেলের আরও ৫-৬ জন কর্মীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে বলে রেল সূত্রে খবর।
রেল সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই রেলের একাধিক কর্মী কোভিডে আক্রান্ত হচ্ছেন। এঁদের মধ্যে কিছুজনের উপসর্গ দেখে ওমিক্রন বলে সন্দেহ করা হয়েছিল। সেরকমই সিগন্যাল ও টেলিকম বিভাগের ওই কর্মীর উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকদের। এরপর তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়। এরপর সেই রিপোর্ট এলে জানা যায় তিনি ওমিক্রন আক্রান্ত। সম্প্রতি তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইসঙ্গে রেল সূত্রে খবর, ওমিক্রনে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। ওমিক্রন সন্দেহে আরও পাঁচ থেকে ছয় জনের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য।
এর আগে, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময়েও একাধিক রেলকর্মী কোভিডে আক্রান্ত হয়েছিলেন। ফলে প্রবলভাবে আঘাতপ্রাপ্ত হয় রেল পরিষেবা। ট্রেন কমিয়ে দেওয়া হয় শিয়ালদা-হাওড়া ডিভিশনে। আবারও ওমিক্রনের হানা আসায়, রেলকর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। উদ্বেগ তৈরি হয়েছে, দ্বিতীয় ঢেউয়ের মতো আবারও ওমিক্রনের বাড়বাড়ন্ত না হয়। শুধু ওমিক্রনই নয়, রেলের প্রায় ১০০ জনেরও বেশি কর্মী করোনা আক্রান্ত হয়েছে। সকলের যদিও উপসর্গ নেই। ফলে সবমিলিয়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: South 24 Pargana: ওমিক্রন বাড়তেই সোনারপুর, রাজপুরে কড়া প্রশাসন, মাস্ক না পরলেই গ্রেফতার