নয়াদিল্লি: ওমিক্রন (Omicron) নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে একলাফে অনেকটাই বাড়ল করোনায় আক্রান্তের (Corona case) সংখ্যা।  তবে দৈনিক মৃত্যুর (Daily Death Toll) সংখ্যা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৭৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ১৫৪ জন।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২২০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৬৮। 


দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ৮০৪ জন।  দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮১ হাজার ৮০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, দেশের ২৩টি রাজ্যে ছড়িয়েছে কোভিডের ওমিক্রন ভ্যারিয়ন্টের সংক্রমণ।  গত ২৪ ঘণ্টায় দেশে ৩০৯ জন নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা হল ১ হাজার ২৭০ জন।  


এদিকে কার্যত দ্বিগুণ হল রাজ্যের করোনা সংক্রমণ (Covid19 Case), ১০০০-এর কোটার ছাড়িয়ে বৃহস্পতিবার কোভিড আক্রান্তের (Covid19 Infected) সংখ্যা ২০০০-এর কোটায়। বৃহস্পতিবার রাজ্য় স্বাস্থ্য দফতরের (WB Health Department) প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২,১২৮ জন। রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৮,৭৭৬ জন। যা বুধবারের তুলনায় ১,০৪৯ বেশি। এই সময় পর্বে রাজ্যে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন। 


 







এক সপ্তাহের মধ্যেই রাজ্যে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। বর্ষশেষে উৎসবের আবহে, এমনই আশঙ্কা প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, স্বাস্থ্যভবনের অভ্যন্তরীণ পর্যবেক্ষণে উঠে এসেছে, ওমিক্রন আবহে ১ সপ্তাহের মধ্যেই রাজ্যে তৃতীয় ঢেউ আসতে পারে। কলকাতা ও আশপাশের জেলায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিতও মিলেছে। আগামী ১ সপ্তাহে সংক্রমণ আরও বাড়বে। ১ মাসে দৈনিক সংক্রমিতের সংখ্যা সর্বোচ্চ ২৫ হাজার অবধি পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়লে, তাঁদের মৃদৃ উপসর্গ থাকার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে, এই সব ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করা দরকার। RT PCR টেস্টের সংখ্যা দ্বিগুণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ৬ জেলায় বাড়তি নজরদারি ও সতর্কতার থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।


আরও পড়ুন: Corona Hotspot: লাফিয়ে বাড়ল সংক্রমণ, ফের করোনার হটস্পট মুম্বই ও দিল্লি?