কলকাতা: আবার অগ্নিকাণ্ড কলকাতায়। এবার শিয়ালদা স্টেশন চত্বরে ভস্মীভূত হয়ে গেল ফলের প্রায় ৪০টি অস্থায়ী দোকান। দমকলের ১০টি ইঞ্জিনের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।                                       

ভস্মীভূত একের পর এক ফলের দোকান: ব্যস্ততম রেলওয়ে স্টেশন। প্রতিদিন হাজার হাজার যাত্রীর যাতায়াত। আর সেই স্টেশন চত্বরে এবার অগ্নিকাণ্ডের ঘটনা। সেই সময় স্টেশন চত্বরেও ভিড় ছিল যথেষ্ট। এমনকী অন্যান্য দিনের মতোই সেই সময় বিদ্যাপতি সেতু দিয়েও করছে করছে যান চলাচল। গতকাল রাত দশটা নাগাদ শিয়ালদা স্টেশন চত্বরে ফলপট্টিতে আগুন লাগে। আগুন লাগার জেরে প্রায় ৪০টি ফলের দোকান পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তের মধ্যে অস্থায়ী দোকানের একের পর এক প্লাস্টিকের ছাউনি আগুনের গ্রাসে চলে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায়, ঢুকতে গিয়ে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। শেষ পর্যন্ত দমকলের ১০টি ইঞ্জিনের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। শিয়ালদা স্টেশন চত্বরে অগ্নিকাণ্ডের জেরে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি। 

বুধবার শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে আগুন লেগে যায়। ট্রেন ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। পূর্ব রেল সূত্রে জানা যায়, ভোর ৪টে ৮ মিনিটে শিয়ালদা স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ নৈহাটি লোকাল। প্রথম কামরার ওপরে প্যান্টোগ্রাফ, ওভারহেড তার স্পর্শ করতেই আগুনের ফুলকি দেখা যায়। বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় কারশেডে। বিকল্প EMU রেক আনার পর, ৪টে ১৯ মিনিটে রওনা দেয় সকালের প্রথম নৈহাটি লোকাল। ওই একইদিনে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের রসপুঞ্জে রাস্তার ধারে দোকানে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১৫টি দোকান। সকাল সাড়ে ৮টা নাগাদ প্রথমে একটি খাবারের দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি দোকানে। দমকলের দুটি ইঞ্জিন আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও, ভস্মীভূত হয়ে যায় একাধিক দোকান। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। 

 

আরও পড়ুন: WB Budget 2025: কেউ দেখছেন আশার আলো, কারও মনে অসন্তোষ; ভাঙন রোধে বাজেটে বরাদ্দে কী প্রতিক্রিয়া স্থানীয়রা?