কলকাতা: সত্যেন্দ্রনাথ বসু থেকে জীবননানন্দ দাশ। জগদীশচন্দ্র বসু থেকে প্রফুল্লচন্দ্র রায়। স্রেফ হিন্দু বলে, তাঁদের নামাঙ্কিত ভবন থেকে মুছে দেওয়া হল এই সকল মনীষীর নাম। খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশিকা ঘিরে তুঙ্গে বিতর্ক। শুধুমাত্র হিন্দু মনীষীদের নয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের একাধিক আবাসিক ভবন থেকেও বাদ দেওয়া হল তিনজন হিন্দু শহিদ বুদ্ধিজীবীর নাম। 


হিন্দুদের খুন-মারধর-রাহাজানি-বাড়িতে আগুন-মন্দির ভাঙা, এসব তো গত ৬ মাস ধরে বাংলাদেশে চলছেই। আর এবার বেছে বেছে হিন্দু মণীষীদের নামও। বাংলাদেশের বুক থেকে থেকে চিরতরে শেষ করে ফেলতে চাইছে মৌলবাদীরা। যার নিকৃষ্টতম উদাহরণ দেখা গেল খুলনা বিশ্ববিদ্যালয়ে। বুধবার বিশ্ববিদ্যালয়ের তরফে জারি এক নির্দেশিকায় ১৯টি ভবনের নাম পরিবর্তনের তালিকা ঘোষণা করা হয়েছে। আর সেখানেই বেছে বেছে হিন্দু মনীষীদের নামাঙ্কিত একাধিক ভবনের নাম বদলে দেওয়া হয়েছে। তার মধ্যে সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবনের নাম বদলে করা হয়েছে অ্যাকাডেমিক ভবন ১। আচার্য জগদীশচন্দ্র বসুর নামে এতদিন যে ভবনটি পরিচিত ছিল, সেটি পরিবর্তন করে হয়েছে অ্যাকাডেমিক ভবন ২। খুলনা বিশ্ববিদ্য়ালয়ে যে অ্য়াকাডেমিক ভবনটি জীবনানন্দ দাশের নামে নামাঙ্কিত ছিল তা বদলে করে দেওয়া হল অ্যাকাডেমিক ভবন ৩। এই খুলনারই বাসিন্দা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নামে যে কেন্দ্রীয় গবেষণাগার ছিল, সেটি এখন থেকে শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গবেষণাগার নামে পরিচিত হবে।

এই চার মনীষীদের মধ্যে তিনজনেরই জন্মভিটে বাংলাদেশে। যাঁদের নিয়ে গর্ব করার কথা, যাঁরা গোটা বিশ্বে নিজেদের ছাপ ফেলে গেছেন, ইউনূসের বাংলাদেশে স্রেফ হিনদু বলে, দেশের একটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের স্মৃতিই মুছে ফেলা হল।  শুধু সত্যেন্দ্রনাথ, জগদীশচন্দ্র, জীবননানন্দ কিংবা প্রফুল্লচন্দ্রই নন। তিনজন হিন্দু শহিদ বুদ্ধিজীবীর নামাঙ্কিত ভবন থেকেও তাঁদের নাম মুছে দেওয়া হয়েছে। জ্যোতির্ময় গুহঠাকুরতা আবাসিক ভবনের নাম বদলে করা হয়েছে প্রফেসর্স কোয়ার্টার, সুখরঞ্জন সমাদ্দার আবাসিক ভবন হয়েছে অ্যাসোসিয়েট প্রফেসর্স কোয়ার্টার, গোবিন্দচন্দ্র দেব আবাসিক ভবনের নাম বদল করে রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর্স কোয়ার্টার।

ইতিহাস মুছে ফেলার তালিবানি প্রবণতার হাত থেকে একমাত্র রক্ষে পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও মাইকেল মধুসূদন দত্ত। এই দুজনের নাম মুছে ফেলার সাহস এখনও দেখায়নি মোল্লাতন্ত্র।লইতিমধ্যেই ধানমণ্ডিতে মুজিবর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি গুঁড়িয়ে দিয়েছে মৌলবাদীরা। এবার তাদের নিশানায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মুজিব-সমাধিও। তার আগেই খুলনা বিশ্ববিদ্যালয়ের ভবন থেকেও সরিয়ে দেওয়া হল বঙ্গবন্ধুর নাম।


আরও পড়ুন: Bird Flu: অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু নিয়ে দুশ্চিন্তা, প্রভাব পড়বে এরাজ্যে?