সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : আই ফোন বুকিংয়ের ক্যান্সেলেশনের নামে, কলকাতায় বসে হাতিয়ে নেওয়া হচ্ছিল বিদেশি নাগরিকদের টাকা। গোপন সূত্রে খবর পেয়ে, ঢাকুরিয়ার সেলিমপুরে ভুয়ো কলসেন্টারে (Fake Call Centre) হানা দিল পুলিশ (Police)। প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা। 


কলকাতায় বসে বিদেশে প্রতারণা


ভিনদেশে বসে কলকাতার বাসিন্দাদের সঙ্গে প্রতারণার ঘটনা আগেও সামনে এসেছে। এবার সামনে এল কলকাতায় বসে আমেরিকা, কানাডার নাগরিকদের সঙ্গে প্রতারণার চক্র। লালবাজারের গুন্ডাদমন শাখার অভিযানে পর্দাফাঁস হল ভুয়ো কল সেন্টারের। 


পুলিশ সূত্রে খবর, সেলিমপুরে ভুয়ো কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণা করত অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার গভীর রাতে ওই ভুয়ো কল সেন্টারে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় একবালপুরের বাসিন্দা অমিত সিংহ এবং বেহালার বাসিন্দা রাজদীপ গঙ্গোপাধ্যায়কে। 


কীভাবে প্রতারণা ?


কীভাবে বিছানো হত প্রতারণার জাল? পুলিশ সূত্রে খবর, ই-কমার্স সাইট হ্যাক করে আমেরিকা ও কানাডার গ্রাহকদের তথ্য জোগাড় করত অভিযুক্তরা। বেছে বেছে টার্গেট করা হত সেই বিদেশিদের, যারা আই ফোন বুক করেছে। এরপর ভয়েস ওভার প্রোটোকলের মাধ্যমে যোগাযোগ করে ক্যান্সেলেশনের টাকা ফেরত দেওয়ার কথা বলা হত। টোপে পা দিলে হাতিয়ে নেওয়া হত বিদেশি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য। তদন্তকারীদের দাবি, এভাবেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব করে দেওয়া হত লক্ষ লক্ষ টাকা। 


পুলিশ সূত্রে খবর, কল সেন্টারে হানা দিয়ে ২ অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ২০টি কম্পিউটার-সহ প্রচুর সিম কার্ড। এই প্রতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত, খতিয়ে দেখছে পুলিশ। 


প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই ভুয়ো কল সেন্টারের নামে প্রতারণার অভিযোগে দমদম ক্যান্টনমেন্ট থেকে ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ৪ জন মহিলা। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু ল্যাপটপ, মোবাইল ফোন, হার্ডডিস্ক। অভিযোগ, ভিন্ন ভিন্ন উপায়ে প্রতারণার ছক কষা হত ওই কল সেন্টারে বসে! কখনও মোবাইল ফোনের টাওয়ার বসানোর ব্যবস্থা করার প্রতিশ্রুতি! তো কখনও বিমার টাকা জোগাড় করে দেওয়া আশ্বাস! অভিযোগ, সাধারণ মানুষের প্রয়োজনীয় বিষয়গুলিকে সামনেই রেখেই চলত প্রতারণার চক্র।


আরও পড়ুন- 'সোমবার পর্যন্ত দেখব, নির্দেশের পরও কাজ না হলে পরীক্ষা বন্ধ করে দেব' ফের প্রাথমিক শিক্ষা পর্ষদকে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের