কলকাতা: গত ম্যাচে মুম্বই সিটির বিরুদ্ধে দুই বার পিছিয়ে পড়েও লড়াকু ড্র করতে সক্ষম হয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। দল ১০ জনে নেমে যাওয়ার পরেই জয়ের চেষ্টা চালিয়েছিল সবুজ মেরুন। তবে জয় অধরাই রয়ে গিয়েছে। আজ ঘরের মাঠে আইএসএলের লিগ তালিকায় সবার নীচে থাকা নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি এটিকে মোহনবাগান (ATKMB vs NEUFC)। তবে লিগ তালিকায় সবার নীচে থাকলেও মার্কো বালবুলের দলকে সীমহ করছেন সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)।


নর্থইস্টকে সমীহ


ফেরান্দোর মতে এখনও অবধি ভাগ্য সহায় হয়নি নর্থ ইস্টের, তবে দল হিসাবে তারা যথেষ্ট ভাল। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মলনে ফেরান্দো বলেন, 'নর্থ ইস্ট বেঙ্গালুরুর বিরুদ্ধে ভালই খেলেছিল। গত ম্যাচেও কেরল ব্লাস্টার্সের বিপক্ষে ম্যাচের স্কোরলাইন বদল করার দুই তিনটি সুযোগ পেয়েছিল ওরা। ম্যাচের ফলাফলগুলি ওদের পারফরম্যান্সের সঙ্গে সুবিচার করে না। আক্রমণ হোক বা রক্ষণ, ওদের পরিকল্পনাগুলি খুবই স্পষ্ট। ভাগ্য সহায় হয়নি বলেই আজ ওরা এই অবস্থায়। আমরা মতে ওরা খুবই ভাল একটি দল। এখনও কোনও পয়েন্ট না জিতলেও ওদের স্কোয়াড ভাল এবং বেশ কয়েকজন ভাল খেলোয়াড়ও ওদের দলে রয়েছে। তাই যে কোনোও মুহূর্তেই নিজেদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে ওরা।'


দলের পারফরম্যান্সে খুশি


 নিজের দলের বিষয়ে কথা বলতে গিয়েও বেশ আত্মবিশ্বসী ফেরান্দো। দলের যে গোল করার সমস্যা রয়েছে, তা মেনে নিয়েও ফেরান্দোর মনে করছেন তাঁর দল ভালই খেলছে। 'আমরা তেমন গোল করতে পারছি না ঠিকই, তবে দল ভালই খেলছে। দল ভাল খেলেও গোল না পাওয়াটা এক সমস্যা বটেই। তবে আমাদের প্রস্তুতিতে কোনও ত্রুটি নেই। আমরা পয়েন্টও জিতছি এখন। তাই চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচটি বাদে দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচের পর মানসিকভাবে দল খুব হতাশ হয়ে পড়েছিল। আমরা কাছে মানসিক দিকটাই সবার আগে। এখন পয়েন্ট আশায় দলের আত্মবিশ্বাসও বেড়েছে। এখনও তো নিজেদের আকাঙ্খা বাড়ানোর সময়। প্রতি ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই মাঠে নামাটা জরুরি।' মত কোচ ফেরান্দোর।


আরও পড়ুন: ঘটনাবহুল ম্যাচে লাল কার্ড দেখলেন লেনি, পিছিয়ে পড়েও ড্র করল এটিকে মোহনবাগান