কলকাতা: খাস কলকাতায় চলল গুলি। লেক থানা এলাকায় এক তরুণীকে গুলি করা হল।  গেস্ট হাউসের ঘর থেকে পরপর গুলির শব্দ। গেস্ট হাউসে ওই তরুণীকে গুলি করার পরে যুবক আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ। গুরুতর জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি তরুণী। তরুণীর ওপর হামলার পর গুলি চালিয়েই (Shootout at kolkata) কি নিজেকে গুলি করেছেন ওই যুবক? ঘনীভূত রহস্য। কেন এমন ঘটনা? উত্তর খুঁজছে পুলিশ।


সূত্রের খবর লেক থানা এলাকায় নিউ মেট্রো গেস্ট হাউসে এসে ওই তরুণী ও এক যুবক ওঠেন গত রবিবার। বুধবার বিকেল ৪টা ৪৬ মিনিটে ওই গেস্ট হাউসে ঘরের মধ্যে থেকে আচমকাই গুলির শব্দ পাওয়া যায়। তারপরেই তড়িঘড়ি ওই ঘরে যান গেস্ট হাউসের কর্মীরা। সূত্রের খবর, সেখানে গিয়ে কর্মীরা দেখেন ঘরের মধ্যে এক যুবক মাটিতে পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায়। আর এক তরুণীও মাটিতে জখম অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর পায়ে গুলি লেগেছে। ২জনকেই যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রের খবর, নিয়ে যাওয়ার পর ওই যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে ওই তরুণীর পা থেকে অস্ত্রোপচার থেকে গুলি বের করার প্রক্রিয়া হয়েছে। আপাতত মনে করা হচ্ছে ওই যুবকই গুলি চালিয়েছেন, তারপরে নিজেকে গুলি করেছেন। তবে গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।  


ইতিমধ্যেই লালবাজার থেকে সিনিয়র পুলিশ অফিসারেরা এসেছেন। তাঁরা খতিয়ে দেখছেন কীভাবে ওই যুবক অস্ত্র নিয়ে কলকাতার ওই গেস্ট হাউসে এসে উঠলেন। ওই যুবক এবং ওই তরুণী কেন গেস্ট হাউসে এসেছিলেন, কোন এলাকায় বাসিন্দা। কেন এমন ঘটনা ঘটল, এই ঘটনার পিছনে কোনও ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।   


হাসপাতালে ও লেক থানা এলাকায় কলকাতা (Kolkata Police) গোয়েন্দা পুলিশ, স্থানীয় থানার আধিকারিকরা রয়েছে। সূত্রের খবর, গুন্ডাদমন শাখার অফিসারেরা ওই এলাকা থেকে বয়ান সংগ্রহ করা শুরু করেছেন। কলকাতার বুকে এমন ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা নিয়ে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'ঘরে ফিরছি...আপনাদের চাই', বিশ্বজয় উদযাপনে সবাইকে ডাকলেন রোহিত, কবে? কোথায়? কখন?