পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বাঁশদ্রোণীর সোনালি পার্কে শ্যুটআউট। বাড়িতে ঢুকে যুবককে লক্ষ্য করে চলল গুলি। আহত যুবক ভর্তি হাসপাতালে।


গৃহকর্তা প্রদীপ দেবনাথ প্রোমোটার। তাঁর অভিযোগ, গতকাল রাত পৌনে ১২টা নাগাদ কুখ্যাত দুষ্কৃতী নান্টির ছেলের নেতৃত্বে বাড়িতে চড়াও হয় সশস্ত্র দুষ্কৃতীরা। সেইসময় প্রোমোটারের বাড়িতে ছিলেন অভিষেক মুখোপাধ্যায় নামে এক যুবক। 


অভিযোগ, তাঁকে লক্ষ্য করে বেশ কয়েকরাউন্ড গুলি চলে। যুবকের হাতে গুলি লাগে। তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। রাতেই ঘটনাস্থলে যায় বাঁশদ্রোণী থানার পুলিশ। 


প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 


এর আগে, ১৬ অগাস্ট রাতে পার্ক স্ট্রিটে গভীর রাতে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। সেদিন খেলা হবে দিবস পালন করেছিল তৃণমূল। পার্ক স্ট্রিটের এলিয়ট রোডের একটি মাঠে খেলা হচ্ছিল। 


স্থানীয় সূত্রে দাবি, সেখানে রাত ১০টা নাগাদ মত্ত অবস্থায় আসে ৩ দুষ্কৃতী। একটি গোল নিয়ে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসা জুড়ে দেয়। 


অভিযোগ, তখনকার মতো ফিরে গেলেও আবার রাত ১২টা নাগাদ তারা ফিরে এসে ৩ রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 


পরের দিন সকালে কড়েয়া থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 


এরপর ২৭ তারিখ, দাম্পত্য বিবাদে চলল গুলি চালানোর অভিযোগ ওঠে বরানগরের এ কে মুখার্জি রোডে। পুলিশ সূত্রে খবর, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্ত্রী বাপের বাড়িতে চলে যান। গতকাল তাঁকে ফিরিয়ে আনতে যায় স্বামী। 


রাজি না হওয়ায় ওই যুবক রাতে শ্বশুরবাড়ির সামনে ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই অভিযুক্ত পালিয়ে যায়। পরে, অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু হয়। 


আরও পড়ুন: বেলঘরিয়ায় তৃণমূল পার্টি অফিসে 'হামলা-গুলি', 'সিন্ডিকেটের দাপট বেড়েছে', দাবি মদন মিত্রর


আরও পড়ুন: মেদিনীপুরে জোড়া শ্যুটআউট; ধাবা-শ্মশানে গুলি বর্ষণে আতঙ্ক