নয়াদিল্লি: ক্রেতাদের উৎসাহে ভাটা। ১০ সেপ্টেম্বর লঞ্চ করার কথা বলেও পিছিয়ে গেল রিলায়েন্স। আজ গনেশ চুতুর্থীর দিন লঞ্চ হচ্ছে না কোম্পানির বহু প্রতীক্ষিত ফোন JioPhone Next। তবে দীপাবলির সময় ফোন আসবে বলে জানিয়েছে মুকেশ অম্বানির কোম্পানি।


JioPhone Next Rollout
জুনে ঘোষণা করেও পিছিয়ে এল রিলায়েন্স। বৃহস্পতিবার রাতে লিখিত বিবৃতিতে কোম্পানি জানিয়েছে, বিশ্বে সেমিকন্ডাক্টরের অভাবের জন্যই  এই সিদ্ধান্ত নিতে হয়েছে কোম্পানিকে।তবে দীপাবলির সময় ফোন লঞ্চ করা যাবে বলে জানিয়েছে রিলায়েন্স। কোম্পানি জানিয়েছে, এই সময়টা ফোনের অ্যাডভান্স ট্রায়ালে কাজে লাগাবে জিও। 


টেক ব্লগারদের ধারণা, বিশ্বের সবথেকে সস্তা স্মার্টফোন তৈরি করছে জিও। গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি হচ্ছে এই অনন্য প্রোডাক্ট। যা বদলে দিতে পারে ভারতের স্মার্টফোন মার্কেট। যদিও কিছু টেক সাইটের মতে, একেবারে 'এন্ট্রি লেভেল স্মার্টফোন' আনার বিষয়ে ভেবেছে জিও। যারা সাধারণ ফোন ব্যবহার করে তাদের হাতেই সস্তায় স্মার্টফোন তুলে দিতে এই উদ্যোগ নিয়েছে কোম্পানি।


রিলায়েন্সের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় JioPhone Next-এর বিষয়ে আগেই ঘোষণা করেন কোম্পানির চেয়ারম্যান মুকেশ অম্বানি। অ্যান্ড্রয়েড ও প্লে স্টোরের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ফোনের অপারেটিং সিস্টেম। কোম্পানির দাবি, আগে কেবল পাওয়ারফুল বা হা ই এন্ড মোবাইলে পাওয়া যেত এই ফিচার। যা এবার সস্তার স্মার্টফোনে দেবে জিও। সময়ে সময়ে অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট ছাড়াও ভালো ক্যামেরা সেন্সর দেওয়া হবে এই ফোনে। নিজের ভাষাতেই ভয়েজ কামান্ডের মাধ্যমে চলবে ফোন।


কত দাম হতে চলেছে JioPhone Next-এর ?
টেক সাইটগুলোর মতে, JioPhone Next-এর দুটো ভ্যারিয়েন্ট আনতে পারে রিলায়েন্স। সবথেকে কম দামে পাওয়া যাবে ৫০০০টাকার বেস ভ্যারিয়েন্ট।টপ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৭০০০টাকায়। যদিও টেক ব্লগারদের মতে, ফোনের ১০ শতাংশ ৫০০ টাকা দিয়েই এই ফোন কিনতে পারবেন ক্রেতা। বাকিটা দিতে হবে কিস্তিতে।ব্যাঙ্কের মাধ্যমেই হবে এই কিস্তির লেনদেন।তবে এই কিস্তির জন্য ক্রেতাকে সুদ দিতে হবে কিনা তা এখনও পরিষ্কার নয়।তবে কিছু টিপস্টারের মতে, ভারতে ৩৪৯৯টাকা দাম হতে চলেছে ফোনের। বিশ্ব বাজারে ফোনের দাম হতে পারে ৫০ ডলার।    


JioPhone Next সম্ভাব্য স্পেসিফিকেশন
JioPhone Next-এ থাকতে পারে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে।নতুন মডেলে ২জিবি বা ৩জিবির RAM দিতে পারে কোম্পানি।সেই ক্ষেত্রে ১৬ জিবি বা ৩২জিবির দুটো ভ্যারিয়েন্ট আনতে পারে জিও।সঙ্গে থাকতে পারে ৪জি ভোল্টি কানেকটিভিটি। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চলবে এই ফোন। বিভিন্ন টেক সাইটের রিপোর্ট বলছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া না হলেও Qualcomm QM215 চিপসেট দেওয়া হয়েছে JioPhone Next-এ।


আরও পড়ুন : JioPhone Next: আজ লঞ্চ হচ্ছে না JioPhone Next,হঠাৎ ঘোষণা রিলায়েন্সের


আরও পড়ুন : FB and Whatsapp Private Messages: হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত মেসেজ পড়ছে ফেসবুক, বিস্ফোরক দাবি রিপোর্টে