পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : নিয়োগের দাবিতে কিড স্ট্রিটে বিধায়কদের হস্টেলের সামনে  SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। বিধানসভায় যাওয়ার পথে আটকে পড়েন বিধায়করা। 'বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে অযোগ্য প্রার্থীদের নিয়ে। অথচ যোগ্য প্রার্থীদের নিয়োগ নিয়ে বিধানসভায় চুপ বিধায়করা। আজই বিধানসভায় নিয়োগের কথা তুলতে হবে', এই দাবিতে MLA হস্টেলের গেটের সামনে বসে পড়েন SLST চাকরিপ্রার্থীরা। বিক্ষোভ তুলতে এলে পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি শুরু হয়ে যায় তাঁদের। মহিলা বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ। 


মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে ৮৭১ দিনে পড়েছে নবম থেকে দ্বাদশ ২০১৬-র SLST চাকরিপ্রার্থীদের ধর্না। নিয়োগ নিয়ে বিধানসভায় বিধায়করা চুুপ কেন, প্রশ্ন তুলে এদিন কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের সামনে বিক্ষোভ দেখান SLST চাকরিপ্রার্থীরা। 'বিধায়করা প্রতিশ্রুতি দিক আমাদের হয়ে নিয়োগের কথা বলবেন', এই দাবিতে আজ সকাল ১০টা নাগাদ কিড স্ট্রিটে বিধায়কদের হস্টেলের সামনে জমায়েত শুরু করেন  SLST চাকরিপ্রার্থীরা। তাঁদের অবস্থান-বিক্ষোভের জেরে এমএলএ হস্টেলের গেট সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে যায়। ঘটনাস্থলে চলে আসে পুলিশ। তারা বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে। কিন্তু, নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা সেখান থেকে সরতে চাননি। সেই সময় তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্য়ানে তোলা হয় পুলিশের তরফে।বিক্ষোভকারীদের মধ্যে একজনকে সেই সময় বিধায়কদের হস্টেলের গেটে মাথা ঠুকতে দেখা যায়। 'আমরা নিয়োগ চাই', এই দাবি তুলে কেঁদেও ফেলেন বিক্ষোভকারীরা। রাস্তাতেই শুয়ে পড়েন।


সেই সময় বিজেপির একাধিক বিধায়ককে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁরা রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। পুলিশ টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের তুলতে থাকায় ক্ষোভপ্রকাশ করেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। তিনি পুলিশের উদ্দেশে বলেন, 'টানা হেঁচড়া করবেন না। এদের গণতান্ত্রিক অধিকার আছে। এরা আমাদের বাড়ির মেয়ে। এরা পশ্চিমবঙ্গের মেয়ে। অনুরোধ করে তুলুন। এদের দাবি মিটিয়ে তুলুন।'


তিনি আরও বলেন, 'এটা অপদার্থের সরকার। আমাদের এমএলএ হিসাবে লজ্জা। এটার জন্য আজ বিধানসভায় তুলকালাম হবে। বিজেপির বিধায়করা তো চাকরি বেচেননি। আমরা কেন অবরুদ্ধ হব ? কেন আমাদের অবরুদ্ধে হতে হবে ? এই সরকারকে জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। আমরা কী অপরাধ করেছি ?' 


এরপর বাস এনে বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যাওয়া হয় লালবাজারের উদ্দেশ্যে। অবস্থানে অনড় বিক্ষোভকারীদের চ্যাঙদোলা করে তুলে নিয়ে যাওয়া হয়। এক মহিলা বিক্ষোভকারী বলেন, 'আমাদের গত পরশু প্রোগ্রাম ছিল রাজনভবনের সামনে। সেখানেও আমাদের গ্রেফতার করা হয়।' টানা বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা।