কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, ঋত্বিক প্রধান, কলকাতা : হাতেখড়ি পর্ব অতীত! সৌজন্য-প্রশংসার রাস্তা পেরিয়ে, ধনকড় ( Jagdeep Dhankhar ) জমানার মতোই ফের সংঘাতের চেনা পথে ফিরেছে রাজ্য সরকার ( West Bengal Government ) ও রাজভবনের সম্পর্ক! সেই সংঘাতের আগুনেই যেন ঘি ঢালল, রাজ্যের শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে রাজ্যপালের 'অ্যান্টি কোরাপশন সেল' তৈরি! পারদ অবশ্য় চড়ছিল বেশ কিছুদিন ধরেই।

রামনবমীর অশান্তির পর, রাজ্যপালের রিষড়ায় ছুটে যাওয়া থেকে শুরু, এরপর সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্য়াহতির সিদ্ধান্ত দেওয়া থেকে, পঞ্চায়েত ভোটের মুখে একের পর এক সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় পরিবদর্শন, সেই সঙ্গে কড়া বার্তা।


রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, 'মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা, বন্ধ করতেই হবে। আমি আবার বলছি, মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা, বন্ধ করতেই হবে।' আগেও তিনি বলেছিলেন, 'পঞ্চায়েত নির্বাচনের আবহে যদি গণতন্ত্রের মৃত্যু হয়ে থাকে, তাহলে কে তার হত্যাকারী? কে হত্যাকারী? কে হত্যাকারী? রাজ্য নির্বাচন কমিশনার কি দয়া করে তাঁর হাত তুলবেন?' 


এর মধ্য়ে আচার্য হিসাবে রাজ্যের ৮ বিশ্ববিদ্য়ালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল।৩ জন উপাচার্যের কার্যকালের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন। এনিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু জুন মাসের শেষেও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ১২ জন অস্থায়ী উপাচার্যকে নিয়ে বৈঠকও করেন সি ভি আনন্দ বোস।সেদিন রাজ্যপালকে কালো পতাকা দেখায় তৃমমূল ছাত্র পরিষদ। এবার অ্য়ান্টি করাপশন সেল তৈরি নিয়েও ফের তৈরি হয়েছে রাজ্য় সরকার-রাজপাল সংঘাতের আবহ।

নিয়োগ দুর্নীতি নিয়ে সোমবারই কড়া বার্তা দিয়েছিলেন! তারপর ফের বেনজির পদক্ষেপ নেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। 'পিস রুম'-এর পর মঙ্গলবার থেকে রাজভবনে 'অ্যান্টি করাপশন সেল' খোলেন তিনি! যেখানে সরাসরি জমা পড়বে রাজ্যে শিক্ষা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ। সেই সঙ্গে তিনি জানান, রাজভবনে 'পিস রুম' এবং 'অ্যান্টি করাপশন সেল' খোলা হয়েছে। যে কেউ, যে কোনও জায়গা থেকে দুর্নীতির অভিযোগ জানাতে পারেন। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও 'পিস রুম'এ ফোন করে বা ই-মেল করেও অভিযোগ জানাতে পারবেন। কেউ পরিচয় গোপন রাখতে চাইলে, তিনি বিশেষ ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।


জগদীপ ধনকড়ের জমানায় রাজভবন ও নবান্নর সংঘাত ছিল প্রায় রোজকার খবর। বোস-জমানাতেও কার্যত ফিরতে শুরু করেছে সেই ছবি। 


আরও পড়ুন :


ফের নিম্নচাপের ভ্রুকুটি, দিনভর বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়