সঞ্চয়ন মিত্র, ব্রতদীপ ভট্টাচার্য ও রঞ্জিত সাউ: নিয়োগ নিয়ে ফের পথে চাকরিপ্রার্থীরা। ফের আন্দোলনে তাঁরা। এবারও ধরপাকড় করেছে পুলিশ। বৃহস্পতিবার অবিলম্বে নিয়োগের দাবিতে শহরের ২ জায়গায় বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। সল্টলেকে বিক্ষোভ দেখান এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। শিয়ালদা স্টেশন চত্বর থেকে প্রতিবাদ মিছিল করেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। ২ জায়গাতেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।  


চাকরির জন্য বছরের পর বছর ধরে প্রতীক্ষা। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে চলেছে অবস্থান। প্রশাসনের কড়া ব্যবস্থা সত্ত্বেও বারবার রাস্তা নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। যাঁদের আজ ক্লাসঘরে পড়ানোর কথা ছিল, তাঁরাই আজ শহরের রাজপথে চাকরির দাবিতে পথ হাঁটছেন।  বৃহস্পতিবার শহরের ২ জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা।  


সল্টলেকে কড়া পুলিশ:
সল্টলেকে এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে কড়া ব্যবস্থা নিল পুলিশ। শিয়ালদা থেকে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের মিছিলও পুলিশ আটকে দেয়। শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেওয়া ও বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ছিল এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীদের। তাঁদের দাবি, পরীক্ষায় পাস করার ৬ বছর পরও চাকরি মেলেনি। কিন্তু সল্টলেকের করুণাময়ী মোড় থেকে ময়ূখ ভবন পর্যন্ত এলাকা পুলিশ পুরোপুরি ঘিরে ফেলে। চাকরিপ্রার্থীরা জড়ো হতে শুরু করা মাত্রই পুলিশ তাঁদের আটক করে। চাকরিপ্রার্থীদের পুলিশ বাসে তুলে নিয়ে যায়। 


করুণাময়ীর সামনেও কড়া নিরাপত্তা:
করুণাময়ী মেট্রো স্টেশনের সামনের চত্বরকে কার্যত দুর্গের চেহারা দেয় পুলিশ। যাঁরা স্টেশন থেকে বেরোচ্ছেন, তাঁদের মোবাইল ফোনে আন্দোলনে যোগ দেওয়ার মেসেজ রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হয়। সল্টলেকে এই পরিস্থিতি চলে সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। এদিনই দুপুর ১টা নাগাদ আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা শিয়ালদা স্টেশন চত্বর থেকে মিছিল বের করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘ ৮ বছর ধরে টালবাহানা চলছে। অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল করেন তাঁরা। মৌলালি থেকে এসএন ব্যানার্জি রোড ধরে চাকরিপ্রার্থীরা এগোতে থাকেন। এসএন ব্যানার্জি রোডেই পুলিশ মিছিল আটকায়। এখানেও বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে আটক করে পুলিশ।  


আরও পড়ুন: মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ পার্থ-অর্পিতাকে? কোন তথ্যের খোঁজ?