আবির দত্ত, কলকাতা: আর কত? পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (arpita mukherjee) সম্পত্তির (property) খোঁজে বেরিয়ে এদিন সকালে রবীন্দ্র সরোবর (rabindra sarobar) থানায় পৌঁছলেন ইডি (ED) আধিকারিকরা। সূত্রের খবর, পণ্ডিডিয়া রোডের (Panditia Road) 'ফোর্ট ওয়েসিস' আবাসনের একটি ফ্ল্যাটে তল্লাশির (search) সূত্রেই এদিন রবীন্দ্র সরোবর থানায় কথা বলতে আসেন তাঁরা। ফ্ল্যাটটি পার্থ-অর্পিতারই ছিল, ধারণা ইডির।


ফ্ল্যাটের অতীত, বর্তমান ও...
ইডি সূত্রে জানা গিয়েছে, পণ্ডিতিয়া রোডের ওই আবাসনের ৫০৩ নম্বর ফ্ল্যাটটি সম্ভবত হস্তান্তর করা হয়েছিল। এক নয়, একাধিকবার হস্তান্তরিত হয়েছিল সেটি। কিন্তু এই মুহূর্তে তালাবন্ধ ওই ফ্ল্যাটের ভিতর টাকা বা গয়না কিছু রয়েছে কিনা দেখতে চান ইডি আধিকারিকরা। সে জন্য এক চাবিওয়ালাকে নিয়ে আসা হয়েছে বলে খবর। তবে প্রয়োজনে তালা ভাঙাও হতে পারে। সে জন্য সঙ্গে হাতুড়ি নিয়ে এসেছেন আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাইরে মোতায়েন করে তল্লাশির কাজ শুরু হয়েছে। আবাসনের ভিতরে কাউকে ঢুকতে হলে রেজিস্টারে এন্ট্রি করতে হবে। তবে ৫০৩ নম্বর ফ্ল্যাটে কাউকে আসতে দেওয়া হবে না, জানিয়ে দিয়েছে ইডি। 


তল্লাশির আগে থানায় কেন?
পার্থ-অর্পিতাকাণ্ডের তদন্তে গত পরশু একসঙ্গে ছটি জায়গায় অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যে শুধু পণ্ডিতিয়া রোডের এই আবাসনে তল্লাশি করতে পারেননি তাঁরা। পড়শিদের সঙ্গে কথা বলে চলে আসেন। তবে ফ্ল্যাটের  মালিকানা সংক্রান্ত কিছু জটিলতার কথা জানতে পেরেছিলেন। সেই সূত্রেই এ দিন রবীন্দ্র সরোবর থানায় আসা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। থানায় প্রায় আধ ঘণ্টা ছিলেন তাঁরা। শোনা যাচ্ছে, ওই ফ্ল্যাটের মালিকানা নিয়েই পুলিশের কাছ থেকে তথ্য় নেয় ইডি। তার পর তাদের দুটি গাড়ির কনভয় রওনা দেয় 'ফোর্ট ওয়েসিস'-র দিকে। চলছে তল্লাশি। কী হয় সেটাই দেখার।      


তদন্ত এখন যেখানে...
প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও। অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে, দাবি ইডির। মিলেছে বিপুল গয়না, সম্পত্তির নথি। কোথা থেকে এল এসব? তদন্তকারীদের দাবি, যুক্তিসঙ্গত ব্যাখ্যা মেলেনি। তল খুঁজতে জেরা চলছে দুজনের। সঙ্গে জারি অভিযান।


আরও পড়ুন:বিরাট ধাক্কা! বক্সিংয়ের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় অলিম্পিক্স পদকজয়ী লভলিনার