কলকাতা: খাস কলকাতায় স্কুলে সামনে থেকে ছাত্রকে অপহরণের (Kidnap) অভিযোগ উঠল। সেলিমপুরে স্কুলছাত্রকে অপহরণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, স্কুল থেকে বেরোতেই ছাত্রের ওপর চড়াও বাইক আরোহী ১০ দুষ্কৃতী। টেনে হিঁচড়ে একাদশ শ্রেণির ছাত্রকে বাইকে করে তুলে নিয়ে যাওয়া হয়। বাধা দিলে ছাত্রের সহপাঠীদের মারধর করে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ। থানার সামনে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 


চড়াও দুষ্কৃতীরা


লেক থানা এলাকায় একাদশ শ্রেণির ছাত্রকে মারধর করে অপহরণের অভিযোগ উঠল বাইক আরোহী দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরে, ওই ছাত্রকে উদ্ধার করে পুলিশ। 


রোমহর্ষক, চাঞ্চল্যকর, হাড় হিম করা দৃশ্য


খাস কলকাতায়, রীতিমতো ফিল্মি কায়দায় একাদশ শ্রেণির ছাত্রকে মারধর করে অপহরণের অভিযোগ উঠল বাইক আরোহী দুষ্কৃতীদের বিরুদ্ধে। লেক থানা (Lake Police Station) থেকে ১ কিলোমিটারের মধ্যে, স্কুলের সামনে থেকে ছাত্রকে অপহরণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর সাড়ে তিনটে নাগাদ স্কুল ছুটির সময় এখানে আসে ১০-১২জন বাইক আরোহী দুষ্কৃতী। অভিযোগ, একাদশ শ্রেণির এক ছাত্রকে জোর করে বাইকে তুলে অপহরণ করা হয়।                                   


সহপাঠীরা বাধা দিলে তাদেরও বেধড়ক মারধর করে ওই দুষ্কৃতীরা। এই ঘটনায়, লেক থানায় অভিযোগ করা হয়েছে। বেশ কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, যা হয়েছে তা স্কুলের বাইরে হয়েছে। সেখানে স্কুলের কোনও দায়িত্ব নেই। তবে, পুরো বিষয়টা আমরা খতিয়ে দেখা হচ্ছে। বেশ কয়েক ঘণ্টা পর অপহৃত কিশোরকে উদ্ধার করে পুলিশ।


অন্যদিকে, একই দিনে জলপাইগুড়িতে (Jalpaiguri) স্কুলে ঢুকে তৃতীয় শ্রেণির ছাত্রকে 'অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। সোমবার, স্কুলে অভিভাবকদের নিয়ে বৈঠক হয়। সেখান থেকে থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।                                                                  


আরও পড়ুন: Aneek Dhar: সুখবর দিলেন অনীক ধর, দ্বিতীয়বার বাবা হলেন সঙ্গীতশিল্পী, কোলে এল পুত্র সন্তান